ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দেশের খামারের গবাদিপশু দিয়ে মিটবে কোরবানির চাহিদা

প্রকাশিত: ১৮:৪১, ১২ আগস্ট ২০১৭

দেশের খামারের গবাদিপশু দিয়ে মিটবে কোরবানির চাহিদা

অনলাইন রিপোর্টার ॥ আর মাত্র তিন সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হযে যাচ্ছে কোরবানি ঈদ। । প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার দেশে কোরবানিযোগ্য পশু আছে এক কোটি ১৫ লাখ ৫৭ হাজার। গত বছর কোরবানি উপলক্ষে সারা দেশে এক কোটি পাঁচ লাখ গবাদিপশু বিক্রি হয়। কোরবানির জন্য প্রয়োজনের চেয়ে বেশি গরু থাকায় এবার ভারত থেকে গরু আনা বন্ধের দাবি জানিয়েছেন খামারিরা। দেশের খামারগুলো গরু, মহিষ, ছাগল ও ভেড়া উৎপাদনে স্বনির্ভর। তাই দেশিয় খামার বাঁচাতে ভারত থেকে গরু আমদানি না করার জন্য অনুরোধ করেছে খামার মালিকরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে,দেশজুড়ে সারা বছরে প্রায় দুই কোটি ৩১ লাখ ১৩ হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া জবাই হয়। এর প্রায় ৫০ ভাগ জবাই হয় কোরবানির ঈদের সময়। সে হিসাবে এক কোটি ১৫ লাখের মতো গবাদিপশু দরকার হবে কোরবানির সময়, যা এখন দেশের খামারি ও গৃহস্থদের ঘরে রয়েছে।
×