ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে দোকান কর্মচারী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০২:১৫, ২৭ জুলাই ২০১৭

গুলিস্তানে দোকান কর্মচারী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানের জুতার দোকানের কর্মচারী আলমগীর হোসেন হত্যা মামলার বিচার শেষে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নতুন কদমতলীর পালপাড়ার জনি (২৬) এবং কদমতলীর দারোগাবাড়ি রোড এলাকার হাসান ওরফে কালু (২০) ও মনির হোসেন (২৭)। এদের মধ্যে জনি অন্য মামলায় কারাগারে থাকলেও বাকিরা জামিন নেওয়ার পর পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, সিদ্দিক বাজার জুতার দোকানের কর্মচারী আলমগীরের (২৭) পূর্ব পরিচিত ছিল ওই তিন জন। ২০০৯ সালের ১৩ অগাস্ট মধ্যরাতের পর দোকান থেকে কদমতলীর বাসায় ফেরার পথে শ্যামপুর হাই স্কুলের কাছে তিন মাদকসেবী তার পথরোধ করে। তারা টাকা চাইলে দিতে রাজি হওয়ায় আলমগীরকে ছুরি চালিয়ে হত্যা করে। ওই ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৯ সালের ২২ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার এসআই আব্দুল মানছুর রহমান তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
×