ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন ভণ্ডুলে বিএনপির লন্ডন ষড়যন্ত্র শুরু ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪১, ২৬ জুলাই ২০১৭

নির্বাচন ভণ্ডুলে বিএনপির লন্ডন ষড়যন্ত্র শুরু ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভুন্ডল করার নীল নক্সা সামনে রেখে বিএনপির লন্ডন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে। তারা এ চক্রান্ত অব্যাহত রাখলে কিংবা ১৯৯১ ও ২০০১ সালের মতো কোন ষড়যন্ত্র হলে অতীতের মতো জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। মঙ্গলবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ নাসিম আরও বলেন, বিএনপি সব সময় চক্রান্ত করে ক্ষমতায় এসেছে। চক্রান্তের বাইরে তারা কোন দিন রাজনীতি করেনি। আমরা আশঙ্কা করছি, ২০০১ সালের মতো আবারও জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে শাহাবুদ্দিন-লতিফুর মার্কা নির্বাচনের ষড়যন্ত্র করছে বিএনপি। এই চক্রান্ত আমরা হতে দেব না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। মোহাম্মদ নাসিম বলেন, আমাদের জাতীয় নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। ১৪ দল সবসময় গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে বদ্ধপরিকর। অতীতেও আমরা যেকোন চক্রান্তকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন করতে সমর্থ হয়েছি। তিনি বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আমাদের আস্থা আছে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তা বাস্তবায়নের মাধ্যমে তারা নিশ্চয়ই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারবে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার শুধু সাংবিধানিকভাবে রুটিন কাজ করবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সংবিধান অনুসারে স্বাধীন ইসি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ গ্রহণ করবে তা বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিত করবে ১৪ দল। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোন আলোচনা হবে না। কী আলোচনা করব তাদের সঙ্গে? যারা জঙ্গীদের আশ্রয় দেয়, যারা হত্যায় রাজনৈতিক প্রশ্রয় দিয়েছে, ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে জ্বালাও-পোড়াও করে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। কোন জায়গায় কোন অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনা হবে না। তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। কারণ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে, তারাই আলোচনা করবে। নির্বাচন কমিশন ডেকেছে তাদের, বিএনপির আলোচনাও নির্বাচন কমিশনের সঙ্গেই হবে। আমাদের সঙ্গে আলোচনা কেন হবে? গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, শিরীন আখতার, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক জাতীয় শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ আউয়াল, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ ওয়াজেদুল ইসলাম, ডাঃ অসিত বরণ রায়, বাসদের রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার নীলনক্সা তৈরি করছেন। মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন, খালেদা জিয়া সেখানে বসে বিভিন্ন জঙ্গী সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি তিনি ইসলামী স্টেট (আইএস) জঙ্গী গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করছেন। কুমিল্লা মহানগর নেতাদের শ্রদ্ধা নিবেদন এদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
×