ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ট্রেন্টব্রিজ টেস্ট ॥ ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতে

প্রকাশিত: ১৮:৫১, ১৬ জুলাই ২০১৭

ট্রেন্টব্রিজ টেস্ট ॥ ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতে

অনলাইন ডেস্ক ॥ ট্রেন্টব্রিজ টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে তাদের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানেই থামিয়ে দিল দক্ষিণ আফ্রিকার বোলাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ ও ক্রিস মরিস ৩টি করে উইকেট পেলেন। ২টি করে উইকেট নিয়েছেন ভার্নন ফিল্যান্ডার ও মরনি মরকেল। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে রান পেয়েছেন অধিনায়ক জো রুট (‌৭৮)‌। জনি বেয়ারস্টো করেছেন ৪৫। জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৭৫/‌১। দুই অপরাজিত ব্যাটসম্যান এলগার (‌৩৮)‌, আমলা (২৩)‌। একমাত্র উইকেটটি নিলেন জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩৫ রানে। যার ফলে এখন পর্যন্ত ২০৫ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। হাতে রয়েছে ৯ উইকেট। লর্ডস টেস্ট জিতে চার টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে ইংলিশরা। প্রোটিয়াদের কাছে সুযোগ রয়েছে ট্রেন্টব্রিজ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর।
×