ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১৫, ১৮ জুন ২০১৭

টুকরো খবর

পর্যটন খাতে আয় সাড়ে ৬ হাজার কোটি টাকা পর্যটন খাতে গত আট বছরে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা আয় হয়েছে। এর মধ্যে গত বছর এ খাতে আয় হয়েছে ৮০৭ কোটি ৩২ লাখ টাকা। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে গত আট বছরে পর্যটন খাত থেকে আয় হয়েছে ৬ হাজার ৬৯৯ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ২০১৬ সালে ৮০৭ কোটি ৩২ লাখ টাকা, ২০১৫ সালে ১ হাজার ১৩৬ কোটি ৯১ লাখ, ২০১৪ সালে ১ হাজার ২২৭ কোটি ৩০ লাখ, ২০১৩ সালে ৯৪৯ কোটি ৫৬ লাখ, ২০১২ সালে ৮২৫ কোটি ৪০ লাখ, ২০১১ সালে ৬২০ কোটি ১৬ লাখ, ২০১০ সালে ৫৫৬ কোটি ২৯ লাখ ও ২০০৯ সালে ৫৭৬ কোটি ২২ লাখ টাকা আয় হয়েছে। এছাড়াও গত কয়েক বছর বাংলাদেশ বিমান ধারাবাহিকভাবে লোকসান করলেও গত দুই অর্থবছরে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধি এবং পুরনো এফ২৮, ডিসি১০-৩০ ও এ৩১০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার কারণেই আগে বিমানের লোকসান হতো। কয়লা আমদানি বন্ধ বাড়ছে দাম ফের ভারত থেকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে কয়লা আমদানি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি মাসের ১ তারিখ থেকে সিলেটের সব শুল্ক স্টেশন দিয়ে বন্ধ রয়েছে কয়লা আমদানি। ফলে বেড়ে গেছে কয়লার দাম। বর্তমানে প্রতি টন কয়লা ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শিগগিরই আমদানি শুরু না হলে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকরা। সিলেট কয়লা আমদানিকারক সমিতি সূত্রে জানা যায়, পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে ২০১৪ সালে কয়লা রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এর পর সে দেশের রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফা নির্দিষ্ট সময়ের জন্য উত্তোলিত কয়লা রফতানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেন আদালত। সর্বশেষ গত বছরের ২১ সেপ্টেম্বর ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল চলতি বছরের ৩১ মে পর্যন্ত কয়লা রফতানিতে নিষেধাজ্ঞা স্থগিত করে। আদালতের আদেশের পর গত বছরের ডিসেম্বর থেকে ভারতের মেঘালয় থেকে সিলেটের পাঁচ শুল্ক স্টেশন দিয়ে শুরু হয় কয়লা আমদানি, যা ১ জুন থেকে বন্ধ রয়েছে। এদিকে আমদানি বন্ধ হয়ে পড়ায় বেড়ে গেছে কয়লার দাম। বছরের শুরুতে ভারত থেকে আমদানিকৃত প্রতি টন কয়লা দেশের বাজারে সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অর্থনীতি ডেস্ক
×