ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এবার প্রকাশ্যে আফগানিস্তানে জার্মান মহিলাকে খুন

প্রকাশিত: ২০:০১, ২২ মে ২০১৭

এবার প্রকাশ্যে আফগানিস্তানে জার্মান মহিলাকে খুন

অনলাইন ডেস্ক ॥ গেস্ট হাউসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে জঙ্গিরা খুন করল এক জার্মান মহিলাকে। জঙ্গি হানায় ফের সন্ত্রস্ত আফগান রাজধানী। কাবুলের সংবাদ মাধ্যম জানাচ্ছে, পালানোর সময় আরও এক ভিনদেশী মহিলাকে অপহরণ করেছে জঙ্গিরা। অপহৃতা ফিনল্যান্ডের নাগরিক। একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে দুজনেই আফগানিস্তানে কর্মরত ছিলেন। ঘটনা রবিবার গভীর রাতের। কাবুলের দারুল আমান রোডের একটি গেস্ট হাউসে হানা দেয় জঙ্গিরা। প্রথমেই গুলি করা হয় রক্ষীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর ভিতরে ঢুকে সেখানে থাকা এক জার্মান মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। তদন্ত শুরু হয়েছে। জার্মান ও ফিনল্যান্ডে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ ঘটনার পর থেকে কাবুল সহ দেশের সর্বত্র ভিনদেশী নাগরিকদের সতর্ক করেছে আফগান সরকার। বিভিন্ন সংস্থার হয়ে আফগানিস্তানে কর্মরত বিদেশীদের সংখ্যা কম নয়। আফগানিস্তান থেকে থেকে ভিনদেশীদের অপহরণ করে মুক্তিপণ আদায় কোনও নতুন ঘটনা নয়। গত বছর জুন মাসেই কাবুল থেকে অপহরণ করা হয় ভারতীয় মহিলা ও কলকাতার বাসিন্দা জুডিথ ডিসুজাকে৷ বিস্তর চেষ্টার পর জুডিথকে ফিরিয়ে আনতে পেরেছিল ভারত সরকার। তারও আগে আফগানিস্তানেই খুন করা হয়েছিল ভারতীয় বাঙালি লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আফগানিস্তানেই বিয়ে করে একটি সংস্থার হয়ে কর্মরত ছিলেন। বিয়ের পর নাম হয়েছিল সৈয়দা কামাল। কাবুলিওয়ালার বাঙালি বউ, মোল্লা ওমর ও আমি এরকমই কয়েকটি বই লিখে জনপ্রিয় হয়েছিলেন তিনি।
×