ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে অফিসার্স মেসে পুলিশ কর্মকর্তার লাশ

প্রকাশিত: ২১:০৪, ২৯ এপ্রিল ২০১৭

রাজশাহীতে অফিসার্স মেসে পুলিশ কর্মকর্তার লাশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসের একটি কক্ষ থেকে মহানগর পুলিশের সহকারি কমিশনার (এসি) সাব্বির আহম্মেদ সরফরাজের লাশ পাওয়া গেছে। এসি সাব্বির আহম্মেদ সরফরাজ মহানগরীর রাজপাড়া জোনে কর্মরত। তিনি অবসরপ্রাপ্ত আরএমপির কমিশনার ওবাইদুল্লাহের ছেলে। পুলিশের একটি সূত্র জানায়, আজ শনিবার সকালে সহকর্মীরা নিজ ঘরে এসি সাব্বির আহম্মেদ সরফরাজের লাশ জানালার গ্রীলের সঙ্গে দঁড়ি দিয়ে গলায় বাধা অবস্থায় দেখতে পায়। এসময় তারা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অফিসাস মেস কর্তৃপক্ষকে সংবাদ দেয়। এসি সাব্বির আহম্মেদ সরফরাজ আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিনের সদস্য উপস্থিত হয়েছেন। সেখনে তারা আলামতগুলো পরীক্ষা-নিরিক্ষা করে দেখছে। ঘটনাস্থল থেকে ঘুরে এসে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ফরেনসিক বিভাগের অধ্যাপক এনামুল হক জানান, এসি সরফরাজের গলায় লাইলনের দড়ির ফাঁস আছে। তিনি সোফায় বসা অবস্থায় ছিলো। দঁড়ির অন্য অংশ জানালার গ্রীলের সঙ্গে আটকানো ছিলো। সোফায় কোনোভাবে পা স্লিপ করে গলায় ফাঁস লেগে তিনি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (এসি) ও মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, ঘরের দরজা যেহেতু ভেতর থেকে বন্ধ ছিলো তাই পুলিশ প্রাথমিকভাবে ধরাণা করছে এটা আত্মহত্যা। তারপরেও বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গভীরভাবে তদন্ত করছেন। এসি ইফতে খায়ের আলম জানান, নিহত এসি সাব্বির আহম্মেদ সরফরাসের বাবা ওবাইদুল্লাহ ঢাকায় আছেন। তিনি ঢাকা থেকে না ফেরা পর্যন্ত লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে না।
×