ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুই প্রকল্পে অতিরিক্ত ৫৯২ কোটি টাকা অর্থায়ন করছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০০:৪০, ১৮ এপ্রিল ২০১৭

দুই প্রকল্পে অতিরিক্ত ৫৯২ কোটি টাকা অর্থায়ন করছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ তথ্য প্রযুক্তি ও পরিবেশসংক্রান্ত দুটি প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এ জন্য মোট ৭ কোটি ৪০ লাখ ডলার ঋণ দেবে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) প্রায় ৫৯২ কোটি টাকা। মঙ্গলবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মাহমুদা বেগম এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের অপারেশন ম্যানেজার রাজশ্রী এস পারলকার ঋণ চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রজেক্ট শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থায়ন হিসাবে ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। সাইবার নিরাপত্তা বৃদ্ধিও জন্য কাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় ডাটাবেস সেন্টার এবং জাতীয় ই-আর্কিটেকচার সার্ভিস প্রদান, জাতীয় ই-গভর্নমেন্ট অবকাঠামো সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় সাহায্য করা আইসি সার্ভিসেস বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনবলের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম এই প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে। অন্যদিকে ইনভায়রনমেন্ট (সিএএসই) শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের অতিরিক্ত অর্থায়ন হিসাবে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রকল্পটি পরিবেশ অধিদফতর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় কার্যক্রমগুলো হচ্ছে, বায়ুমান ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, ইটভাটা নিঃসরণ ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা ও জনসচেতনতামূলক কার্যক্রম, ঢাকা মহানগরীতে পরিবহন গতিশীলতার উন্নয়নের বাস রুট নেটওয়ার্ক যুক্তকরণ, ঢাকা শহরে ট্রাফিক সিগনাল ব্যবস্থা আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও খসড়া প্রণয়ন করা হবে। দুটি প্রকল্পে যে ঋণ দেওয়া হচ্ছে সেগুলোর ক্ষেত্রে ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এবং এ ক্ষেত্রে উত্তোলিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সাভির্স চার্জ দিতে হবে।
×