ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের আগুনে ৮০ লাখ টাকা ক্ষতি

প্রকাশিত: ২৩:৫২, ২৯ মার্চ ২০১৭

কেন্দ্রীয় ব্যাংকের আগুনে  ৮০ লাখ টাকা ক্ষতি

অর্থনৈতিক রিপোর্টার।। বাংলাদেশ ব্যাংক ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা। বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেললে এ কথা জানানো হয়। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (মঙ্গলবার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন,অগ্নিকাণ্ডে দাপ্তরিক কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়নি। এই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিবেদনে এই মালামালের ক্রয়মূল্য ধরা হয়েছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমাদ জামালের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠিত হয়েছিল। আগুন লাগার কারণ জানতে চাইলে শুভঙ্কর সাহা বলেন, এই কমিটিকে আগুন লাগার কারণ খুঁজতে বলা হয়নি। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। কর্মকর্তা-কর্মচারীরা চলে গেলে নিরাপত্তা বিভাগের কেয়ারটেকাররা যাতে সংশ্লিষ্ট বিভাগের ‘সার্কিট ব্রেকার’ বন্ধ করে, সে সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় আগুন লাগে। এ ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি ছিল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। আরেকটি ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি।
×