ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১ বছরে ব্যাংকে অলস টাকা বেড়েছে ২ হাজার ৩০০ কোটি

প্রকাশিত: ০২:৩৫, ২৬ মার্চ ২০১৭

১ বছরে ব্যাংকে অলস টাকা বেড়েছে ২ হাজার ৩০০ কোটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক ঋণের সুদের হার কমার পরও বিনিয়োগ বাড়ছে না। এতে ব্যাংকগুলোতে বাড়ছে অলস টাকা। পরিসংখ্যান বলছে, ১ বছরে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোয় অলস টাকা বেড়েছে প্রায় ২ হাজার ৩০০ কোটি। এ সময় সরকারি, বেসরকারি ও বিদেশি সব খাতের ব্যাংকেই বেড়েছে অলস অর্থ। এর জন্য বিনিয়োগের যথাযথ পরিবেশের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সাল শেষে ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৩ কোটি টাকা, ২০১৫ সাল পর্যন্ত যা ছিল ১ লাখ ২০ হাজার ৬৭৯ কোটি টাকা। ফলে ১ বছরের ব্যবধানে এ খাতে উদ্বৃত্ত তারল্য বেড়েছে ১ হাজার ৩৯৬ কোটি টাকা। এ সময়ে উদ্বৃত্ত তারল্যের পাশাপাশি অলস অর্থও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত ব্যাংকিং খাতে অলস অর্থ ছিল ৭ হাজার ৫৫৪ কোটি টাকা, যা ২০১৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬৮ কোটি টাকা। ফলে ১ বছরের ব্যবধানে অলস টাকা বেড়েছে ২ হাজার ৩০০ কোটি টাকা। এ সময় দেশের ইসলামী ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি অলস অর্থ রয়েছে, যার পরিমাণ ৬ হাজার ৪৪১ কোটি টাকা। আগের বছর যা ছিল ৩ হাজার ৯৯০ কোটি টাকা।
×