ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পেলেন হোসনি মুবারক

প্রকাশিত: ১৮:৩০, ২৫ মার্চ ২০১৭

মুক্তি পেলেন হোসনি মুবারক

অনলাইন ডেস্ক ॥ ২০১১ সালের ২৪ জানুয়ারিতে ভবিষ্যৎ পাল্টে দেয়া ঘটনার জন্ম হয় মিশরে। ওই সময় নীল নদের মতো ফুঁসে ওঠে দেশটির জনগণ আর পতন ঘটে ‘আধুনিক ফেরাউন’ হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের। সেসময় সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মিসরের সাবেক এই স্বৈরশাসক।তবে প্রায় ছয় বছর পর মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। মুবারকের আইনজীবী ফারিদ আদ্দিব বলেছেন, হোসনি মুবারক মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। সেখানে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সকালের খাবার খেয়েছেন। অসুস্থ থাকায় একটি সামরিক হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি। এর আগে চলতি মাসের শুরুর দিকে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মুবারককে খালাসের আদেশ দেন। ২০১১ সালে ইসলামি জাগরণের সময় মুবারকের পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে অন্তত ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত হন মুবারক। ওই বছরেরই এপ্রিলে তিনি বন্দী হন। এর কয়েক মাস পর দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। ফলে পুরো পরিস্থিতিই পাল্টে যায়। গ্রেপ্তার করা হয় মুরসিকে। এখন মুরসি কারাগারে থাকলেও মুক্তি পেলেন মুবারক। সিএনএন।
×