ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শপথ অনুষ্ঠানে ‘জিন্দাবাদ’ বলে তোপের মুখে ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৪৫, ৯ মে ২০১৬

শপথ অনুষ্ঠানে  ‘জিন্দাবাদ’ বলে তোপের মুখে  ইউপি  চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ মে ॥ ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে জিন্দাবাদ বলে তোপের মুখে পড়েছেন বিএনপি থেকে নির্বাচিত এক চেয়ারম্যান। রবিবার কুমিল্লা জেলা প্রশাসকের এসএ বারী সম্মেলন কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে বরুড়া উপজেলার ভবানীপুর ইউপি থেকে নির্বাচিত বিএনপির ওই চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু ‘জেলা প্রশাসক জিন্দাবাদ’ বলে তার বক্তব্য শেষ করেন। এতে ক্ষুব্ধ হন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। এ সময় জেলা প্রশাসক বলেন, কোন দলের প্রতীকের পক্ষে কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা কাজ করি না। আমাদের কাজই হচ্ছে জনগণের জন্য রাষ্ট্র ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। অনেক ত্যাগের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে জিন্দাবাদ বলার জন্য নয়। রবিবার দুপুরের দিকে বরুড়া উপজেলার নবনির্বাচিত ৮ চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। এদের মধ্যে পাঁচ জন বিএনপি ও তিন জন আ’লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, দেশ আজ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে। যাদের মনে পাকিস্তান প্রীতি আছে তাদের উদ্দেশে বলছি, রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, এখন আমাদের সবাইকে বাংলাদেশের পক্ষে এবং সরকার ও জনগণের পক্ষে কাজ করতে হবে।
×