ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

প্রকাশিত: ১৯:০৩, ১ নভেম্বর ২০১৫

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

অনলাইন রির্পোটার ॥ সারা দেশে আজ রবিবার সকাল ১০টার দিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। ২ হাজার ৬২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। আগামী ১৮ নভেম্বর পরীক্ষা শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এটি পাবলিক নয়, জাতীয় পর্যায়ের পরীক্ষা। বলা চলে, এটি শিক্ষার্থীদের ক্লাসে ধরে রাখার একটি কৌশল। এ ছাড়া এই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিচ্ছে। আগে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য কিছু শিক্ষার্থীর দিকে বাড়তি নজর দেওয়া হতো। এখন সব শিক্ষার্থীর প্রতিই বাড়তি নজর দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। পরিদর্শনের সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকসহ মন্ত্রণালয় ও বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×