ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাগবি ফেডারেশনের মানবিক উদ্যোগ ...

প্রকাশিত: ২০:২৩, ২৯ এপ্রিল ২০২৪

রাগবি ফেডারেশনের মানবিক উদ্যোগ ...

এই গরমে রাগবি ফেডারেশনের মানবিক উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে 

তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে ভিন্ন ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। তৃষ্ণার্ত পথচারীদের পানি পানের ব্যবস্থা করেছে ফেডারেশনটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটের বিপরীত পাশে আজ সোমবার দুপর পৌনে একটা থেকে দেড়টা পর্যন্ত পথচারী ও তৃষ্ণার্তদের বিশুদ্ধ পানি ও শরবত বিনামূল্যে সরবারহ করেছে রাগবি ফেডারেশন। প্রায় এক ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ রাগবি ফেডারেশনের মাধ্যমে তৃষ্ণা মিটিয়েছে। রিকশাচালক, পথচারী ছাড়াও নানা পেশা-শ্রেণীর মানুষ রাগবি ফেডারেশনের উদ্যোগে তৃষ্ণা নিবারণ করেছে। কিছুদিনের মধ্যে রাজধানীর অন্য স্পটেও এমন উদ্যোগ নেবে রাগবি ফেডারেশন।

হ্যান্ডবল সংগঠক মওসুম আলী রাগবি ফেডারেশন গড়ে তোলেন। সাধারণ সম্পাদক মৌসুম আলীর সঙ্গে নিবেদিতপ্রাণ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা খেলার উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করেন।

 

রুমেল খান

×