ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাফুফের উদ্যোগ হাইকোর্টে খারিজ, রায় শাহিনুলের পক্ষে

প্রকাশিত: ২২:৩৭, ১৬ জুন ২০২০

বাফুফের উদ্যোগ হাইকোর্টে খারিজ, রায় শাহিনুলের পক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিডিএফএ) সভাপতি শাহিনুল ইসলাম ভূঁইয়ার কমিটিই যে বৈধ, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। বাফুফের দেয়া চিঠিকে অবৈধ ঘোষণা করে শাহিনুলদের পক্ষে রায় দেন হাইকোর্ট। গত ৯ মার্চ ঢাকা বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে গঠিত তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ছিলেন ময়মনসিংহ ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি রেদোয়ান আহমেদ। ১০ মার্চ নির্বাচন বন্ধের জন্য এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমতিয়াজ সুলতান জনির কাছে চিঠি পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জনি সেই চিঠি গ্রহণে অপারগতা প্রকাশ করেন। কারণ চিঠি পাওয়ার আগেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। কমিশনারদের পক্ষে নির্বাচন বন্ধের আর কোন সুযোগ তখন ছিল না। নির্ধারিত সময়ে ১৯ মার্চ ঢাকা ফুটবল এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিতও হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন শাহিনুল ইসলাম ভূঁইয়া। বাফুফে নির্বাচন-২০২০ সামনে রেখে গত এপ্রিলে-মেতে বাফুফে থেকে প্রতিটি সদস্য/সংস্থাকে চিঠি দেয়া হয় তাদের ডেলিগেটের নাম জমা দেয়ার জন্য। ৭ জুন ডেলিগেট ফরম জমাদানের শেষ দিন ধার্য করা হয়। বাফুফের কাছে গঠনতন্ত্র মেনে ডেলিগেটের নাম জমা দেয়া হয়। কিন্তু ডেলিগেট ফরম দেয়া হয়নি ঢাকা বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুলকে। উল্টো তাদের কমিটিকে অবৈধ ঘোষণা করে এ্যাডহক কমিটি গঠন করে দেয় বাফুফে। যা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক, অবৈধ এবং গঠনতন্ত্র বিরোধী ছিল বলে দাবী। বারবার বাফুফের কর্মকর্তাদের অনুরোধ করেন শাহিনুল তাকে ডেলিগেট ফরম দেয়ার জন্য। এক সময় বাফুফে থেকে শাহিনুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। উপায়ন্ত না দেখে আইনের আশ্রয় নিতে বাধ্য হন তিনি। গত বুধবার শাহিনুলের কমিটির পক্ষে রায় দেন হাইকোর্ট। ১০ মার্চ নির্বাচন বন্ধের জন্য বাফুফে যে চিঠি দেয় সেটি অবৈধ বলে ঘোষণা করে।
×