ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় ব্রাজিলিয়ান ফুটবলার কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১২:২৪, ২০ মার্চ ২০২০

ঢাকায় ব্রাজিলিয়ান ফুটবলার কোয়ারেন্টাইনে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। ইতোমধ্যেই মৃতের সংখ্যা ১, আক্রান্ত হয়েছেন ১৭ ব্যক্তি। এই মরণঘাতী ছোঁয়াচে ভাইরাস থেকে যেন ক্রীড়াঙ্গন মুক্ত থাকতে পারে সে জন্য ইতোমধ্যেই দেশের সবধরনের খেলাধুলা ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তারপরও বৃহস্পতিবার ক্রীড়াঙ্গনের জন্য আসে একটি দুঃসংবাদ। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দল উত্তর বারিধারা ক্লাবের ব্রাজিলিয়ান ফুটবলার লিওনার্দো লিমাকে। থাইল্যান্ড থেকে ফেরার একদিন পরই লিমাকে মাঠে নামিয়েছিল ক্লাবটি। ওইদিন ম্যাচে অসুস্থ বোধ করায় বর্তমানে ক্লাবে একটি আলাদা কক্ষে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশে করোনাভাইরাসের উপস্থিতি প্রকাশ হওয়ায় গত ৯ মার্চ থেকে সরকারী নিয়ম অনুযায়ী বিদেশ থেকে ফিরলেই অন্তত ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নিয়ম। কিন্তু উত্তর বারিধারার এই ব্রাজিলিয়ান ফুটবলার ঢাকায় আসার পরদিনই ম্যাচে খেলেছেন। তাহলে কি বারিধারা ক্লাব সরকারী বিধি-বিধানের কোন তোয়াক্কা করছে না? এ নিয়ে অবশ্য নিজেদের বক্তব্য জানিয়েছে ক্লাবটি। ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানালেন সরকারের এই নির্দেশনাটি তারা জানতেন না বলেই মাঠে খেলানো হয় এই ফুটবলারকে। বরং লিমা যখন ঢাকায় এসেছিল তখন তার মধ্যে এ রকম কোন লক্ষণ ছিল না। তিনি এয়ারপোর্টে সবরকম পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদভাবে আসার ফলে ক্লাব ধরে নেয় তার কোন সমস্যা নেই। তাই তাকে মাঠে খেলানো হয়। জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘সরকারীভাবে ওই রকম কোন নিয়ম থাকলে তো এয়ারপোর্ট থেকেই লিমাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবার কথা। ভিসা জটিলতার কারণে এমনিতেই লিমাকে ঢাকায় আনতে দেড় মাস দেরি হয়েছে। তার সেই দেড় মাসের বেতন কিন্তু আমাদের ঠিকই দিতে হয়েছে। তারপরও তার মধ্যে যদি কোন রকম অসুস্থতা থাকত। বা এ ধরনের কোন নির্দেশনা পাওয়ার পরও আমরা সেটি না মেনে তাকে মাঠে নামাতাম তাহলে একটা কথা ছিল।’ উল্লেখ্য, লিমা ঢাকায় এসেছেন গত শুক্রবার (১৩ মার্চ)। ১৪ মার্চ মোহামেডান বনাম বারিধারার ম্যাচে তিনি খেলতে নামেন। যে ম্যাচে ৪-১ গোলে জেতে মোহামেডান। ওই ম্যাচে ৩৭ মিনিট খেলার পর অসুস্থ বোধ করায় লিমাকে মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। লিমাকে বর্তমানে আলাদা করে রাখছে ক্লাব কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘তার সঙ্গে আমরা কথা বলেছি। তার ওই রকম কোন লক্ষণ নেই। বর্তমানে তিনি সুস্থ আছেন। মূলত শনিবার তার পারফর্মেন্স ভাল হচ্ছিল না বলেই তুলে নেয়া হয়েছিল। তিনি জানিয়েছিলেন ভ্রমণ ক্লান্তিতে খেলতে সমস্যা হচ্ছিল। আর তিনি তো ব্রাজিল থেকে আসেননি। এসেছেন থাইল্যান্ড থেকে সেখানে তিনি সবরকম নিয়ম-কানুনের মধ্যেই ছিলেন। তারপরও সাবধানতাবশত তাকে আমরা আলাদা একটি কক্ষে রেখেছি। সেখানে তিনি ১৪ দিন আলাদা থাকবেন। সবার নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে।’ লিমা গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছিলেন। বারিধারা ক্লাবে যোগ দেয়ার আগে থাইল্যান্ডের একটি সেকেন্ড ডিভিশন লীগে খেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যেহেতু মাঠে খেলা নেই তাই ক্যাম্প বন্ধ করে ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছে উত্তর বারিধারা ক্লাব কর্তৃপক্ষ। শুধু বিদেশী ফুটবলারদের একটি আলাদা ফ্ল্যাট ভাড়া করে রাখা হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত লিমার কি হয়।
×