ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জিতলেই নকআউট রাউন্ডে বেয়ার্ন, ম্যানসিটি, পিএসজি

প্রকাশিত: ১১:৪৯, ৬ নভেম্বর ২০১৯

জিতলেই নকআউট রাউন্ডে বেয়ার্ন, ম্যানসিটি, পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ নিজ ম্যাচে জয় পেলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের নকআউট রাউন্ডে খেলা নিশ্চিত হবে তিন জায়ান্ট বেয়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। এ লক্ষ্যেই দল তিনটি আজ রাতে মাঠে নামছে। ‘এ’ গ্রুপের ম্যাচে পিএসজি খেলবে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে। আগের তিনটি ম্যাচেই জয় পাওয়া নেইমার, কাভানিদের আজকের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুগে। সর্বশেষ ম্যাচে ব্রুগের মাঠেই ৫-০ গোলের বিশাল জয় পায় প্যারিসের পরাশক্তিরা। ওই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে। বাকি দুই গোল করেছিলেন মাউরো ইকার্ডি। এবার ঘরের মাঠে একই দলকে হারাতে পারলে দুই ম্যাচ হাতে থাকতে শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে লীগ ওয়ানের চ্যাম্পিয়নদের। ম্যাচটিতে মাঠে নামার আগে পিএসজির বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা এমবাপে বলেন, আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। আশা করছি জয় পেতে সমস্যা হবে না। গ্রুপের ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ তুরস্কের ক্লাব গালাতাসারে। সর্বশেষ ম্যাচে গালাতাসারের মাঠ ইস্তানবুলের টার্ক টেলেকম স্টেডিয়ামে টনি ক্রুসের একমাত্র গোলে জয় পেয়েছিল রিয়াল। এবার ঘরের মাঠেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় অধিনায়ক সার্জিও রামোসের দলের। লা লিগায় সর্বশেষ ম্যাচে জয় না পেলেও ইউরোপ সেরার লড়াইয়ে জিততে আশাবাদী রিয়াল কোচ জিনেদিন জিদান। ফরাসী গ্রেট বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। এটা ঠিক যে আমাদের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন। ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। ‘বি’ গ্রুপে আগের তিনটি ম্যাচই জিতেছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। এবার ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় জিততে পারলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের। এই মিশনে বাভারিয়ানদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। দু’দলের প্রথম সাক্ষাতে ৩-২ গোলে জিতেছিল বেয়ার্ন। গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়ার ক্লাব রেডস্টার বেলগ্রেডের আতিথ্য নেবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ‘সি’ গ্রুপে অপ্রতিরোধ ছন্দে এগিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই জয় পেয়েছে। আজ রাতে চতুর্থ ম্যাচ জিততে পারলেই প্রিকোয়ার্টার ফাইনালে নোঙর ফেলবে কোচ পেপ গার্ডিওলার দল। এমন আবহের ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা। ম্যাচটি হবে মিলানের সানসিরোতে। এর আগে প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছিল সিটিজেনরা। ম্যাচটিতে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করেছিলেন রাহিম স্টার্লিং। আর জোড়া গোল করেছিলেন সার্জিও এ্যাগুয়েরো। ফিরতি লেগেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় গার্ডিওলার। সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখ কোচ বলেন, আমরা জয়ের জন্যই মিলানে এসেছি। তবে আগের ম্যাচের মতো সহজ হবে না। কেননা ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের সেরাটা দিয়েই জিততে হবে। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব ও ইউক্রেনের শাখতার ডোনেস্ক। ‘ডি’ গ্রুপের ম্যাচে মাঠে নামছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। মস্কোর আরজেডজি এ্যারানায় স্বাগতিক ক্লাব লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে খেলবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা। আগের লেগে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার দুই মিনিটের জাদুতে ২-১ গোলে জিতেছিল জুভরা। এবার মস্কোর মাঠে তাই সতর্ক হয়েই মাঠে নামছে ইতালিয়ান ক্লাবটি। গ্রুপের আরেক ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের আতিথ্য নিচ্ছে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকে মাদ্রিদ। এই গ্রুপে বর্তমানে ৭ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে এক ও দুইয়ে আছে যথাক্রমে জুভেন্টাস ও এ্যাটলেটিকো।
×