ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে স্টার স্পোর্টসের ঠাট্টা

প্রকাশিত: ০৯:১৯, ১৯ অক্টোবর ২০১৯

 বাংলাদেশকে নিয়ে স্টার স্পোর্টসের ঠাট্টা

স্পোর্টস রিপোর্টার ॥ নবেম্বরের প্রথম সপ্তাহে তিন ম্যাচের টি২০ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ভারত সফর। সেটি সামনে রেখে স্টার স্পোর্টস একটি বিজ্ঞাপন তৈরি করেছে। যেটি ঘিরে আলোচনা- সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞাপনে বাংলাদেশকে একটি বল আর ভারতকে ব্যাট হিসেবে দেখানো হয়। নিছক মজার খেলায় কোহলিকে উড়িয়ে দিতে পারায় বাংলাদেশ সমর্থককে খুব খুশি দেখানো হয়। তা দেখে শেবাগ বলেন, ‘এই মজার খেলায় ভারতকে হারিয়ে বাংলাদেশ যদি এত উড়তে পারে তাহলে এরা ভারতকে প্রথমবারের মতো টি২০তে হারাতে পারলে কি করে বসবে?’ বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশীভক্তদের মতে, এই ধরনের বিজ্ঞাপন খুবই নিম্নমানের এবং এতে প্রতিপক্ষকে নিচু করা হয়েছে। অপরদিকে এই বিজ্ঞাপনকে সাধুবাদ জানিয়েছেন অধিকাংশ ভারতীয় ভক্তরা। তবে কারও কারও দাবি, এই রকম বিষয় নিয়ে বিজ্ঞাপন না বানানোর জন্য, যা প্রতিপক্ষকে হেয় করে। এ ব্যাপারে শেবাগ গণমাধ্যমকে জানান, ‘বাংলাদেশ একটি ভাল দল, ভারত ও বাংলাদেশের মাঝে যে লড়াই রয়েছে তা ২০০৭ বিশ্বকাপ ও ২০১৫ সালে বাংলাদেশের ঘরের মাটিতে সিরিজের পর আরও বৃদ্ধি পেয়েছে। তবে এটা সত্য তারা আমাদের টি২০তে এখন পর্যন্ত কখনও হারাতে পারেনি। মাঠের বাইরে এই ধরনের হাসি ঠাট্টা (বিজ্ঞাপনকে ইঙ্গিত করে) চলতেই থাকে। আমরা সকলেই জানি বাংলাদেশীভক্তরা বিশাল ক্রিকেটভক্ত ও তারা ক্রিকেটকে সিরিয়াসলি নিয়ে থাকে। আপনারা তা লক্ষ্য করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইপক্ষের নানান ধরনের ট্রলের মাধ্যমে গত কয়েক বছরে। আমি আসন্ন সিরিজকে নিয়ে খুব আগ্রহী।’ উল্লেখ্য, এর আগেও প্রায় অনেক প্রতিপক্ষকে হেয় করেই সিরিজের আগে বিজ্ঞাপন প্রচার করে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস।
×