ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতের বিরুদ্ধে ফাইনালের ‘ড্রেস রিহাসার্ল’ বাংলাদেশের

প্রকাশিত: ০৭:১৯, ১২ অক্টোবর ২০১৯

ভারতের বিরুদ্ধে ফাইনালের ‘ড্রেস রিহাসার্ল’ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ এ যেন ফাইনালের আগেই আরেকটি ফাইনাল। যেন ‘টেস্ট’ পরীক্ষার আগে ‘প্রি-টেস্ট’ পরীক্ষা। যাতে অবতীর্ণ হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের কিশোরী ফুটবলাররা। বলা হচ্ছে সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের কথা। এই আসরে তিন দেশ পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা অংশ নেয়নি। ফলে দলের সংখ্যা কম (৪টি) হওয়াতে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের মতো আয়োজিত এই আসর। যাতে ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ও ভারত। ফাইনাল দু’দল মুখোমুখি হবে আগামী ১৫ অক্টোবর। তবে তার আগে আজ রবিবার বেলা ৩টায় নিয়মরক্ষার ও লিগে নিজেদের শেষ ম্যাচে ভারত-বাংলাদেশ পরস্পরকে মোকাবেলা করবে। খেলাটি অনুষ্ঠিত হবে ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে। আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও এটি আসলে লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবার লড়াই। সেক্ষেত্রে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে গত আসরের চ্যাম্পিয়ন ভারত। আজকের ম্যাচে কমপক্ষে ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন হবে তারা। সেক্ষেত্রে ২০১৭ আসরের শিরোপাধারী বাংলাদেশের লিগ-সেরা হতে জয়ের কোন বিকল্প নেই। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘যেহেতু আমাদের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে, তাই রবিবারের ম্যাচে আমরা সেরা একাদশ খেলাবো না। ফলে দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রাখবো। ভারত খুবই শক্তিশালী দল। তাদের খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস অনেক ভাল। তারপরও আমরা কাল ভাল খেলার চেষ্টা করবো তাদের বিরুদ্ধে।’ ২ ম্যাচের প্রতিটিতেই জিতেছে ভারত-বাংলাদেশ। পয়েন্টও সমান, ৬। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ভারতই আছে পয়েন্ট টেবিলের এক নম্বরে। তাদের গোল গড় +১২। বাংলাদেশের গোলগড় +৩। এ পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে তিন বার। জিতেছে বাংলাদেশ ২ বার, ১ বার জয় ভারতের। ২০১৭ আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারায় লাল-সবুজরা। ফাইনালে আেবারও মুখোমুখি হয় দু’দল। ফাইনালে আবারও ভারতকে হারায় স্বাগতিক বাংলাদেশ, এবার ১-০ গোলে। পরের আসরটি হয় ২০১৮ সালে ভুটানে। যেখানে বাংলাদেশ ও ভারত খেলে দুই গ্রুপে। ভারত ‘এ’ গ্রুপের আর বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াতে সেমিতেও দেখা হয়নি দু’দলের। শেষ চারে নেপালকে ২-১ গোলে হারায় ভারত। অন্যদিকে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। শিরোপা লড়াইটা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতার পাশাপাশি বদলাও নিয়ে নেয় ভারত। এই আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ২-১ গোরে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে উড়িয়ে দেয় নেপালকে। পরের ম্যাচে ভুটানকে বিধ্বস্ত করে ১০-১ গোলে। এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হবার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ফাইনালে যেহেতু একই প্রতিপক্ষ। তাই এই ম্যাচে খেলে প্রতিপক্ষের সবলতা-দুর্বলতা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে দু’দলেরই। এবারের আসরে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে আসছে ভারত। যদিও বাংলাদেশও দুই ম্যাচেই জয় পেয়েছে। কিন্তু একই প্রতিপক্ষের বিপক্ষে ভারত জিতেছে বড় ব্যবধানে। গোলপার্থক্যে আপাতত এটাই প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশের তুলনায় ভারতের দলটির স্কোরিং ক্ষমতা বেশি। তবে তাদের আটকে দিতে ছক কষছেন কোচ গোলাম রব্বানী ছোটন। যে ভারতের কাছে অল্পের জন্য হেরে গত আসরে নিজেদের মুকুটটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। ফাইনালের আগেই তাদের হারিয়ে সে হারের শোধটা অন্তত নেবার সুযোগ এসেছে বঙ্গকণ্যাদের। গত আসরে অল্পের জন্য শিরোপাটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এবার প্রায় নতুন একটা দল নিয়েই শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়েছেন কোচ ছোটন। সুব্রত কাপ, জেএফএ অ-১৪ কাপ, ইউনিসেফ অ-১৬ ফুটবল এবং বঙ্গমাতা স্কুল ফুটবল আসর থেকে বেছে বেছে দক্ষ-সম্ভাবনাময়ী ফুটবলারদের দলে নিয়েছেন ছোটন। দলের ৯ জনের এর আগে সাফে খেলার অভিজ্ঞতা আছে। ৭ জন খেলেছে সুব্রত কাপে। এখন দেখার বিষয়, আজকের ফাইনালের ড্রেস রিহার্সালের ম্যাচে ভারতকে হারাতে পারে কি না রূপনারা।
×