ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বেনজেমার ডাবলসে রিয়ালের জয়

প্রকাশিত: ১২:০৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

বেনজেমার ডাবলসে রিয়ালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে ঘরের মাঠে প্রথম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে তারা ৩-২ গোলে হারিয়েছে লেভান্তেকে। এর ফলে স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচ ড্রয়ের পর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল। লেভান্তের বিপক্ষে একাই দুই গোল করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। আর এই ম্যাচের মাধ্যমেই রিয়ালের জার্সিতে অভিষেক ঘটলো এডেন হ্যাজার্ডের। গত মৌসুমটা খুব বাজে কেটেছিল রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লীগ কিংবা লা লিগা- উভয় টুর্নামেন্টেই নিজেদের দৈন্যদশা ফুটিয়ে তুলে স্পেনের জায়ান্ট ক্লাবটি। শেষের দিকে তাই সাবেক কোচ জিনেদিন জিদানকে ফিরিয়ে আনে ক্লাব কর্তৃপক্ষ। যদিওবা লাভের লাভ কিছুই হয়নি। তবে সেল্টা ভিগোর বিপক্ষে অনায়াস জয় দিয়েই ২০১৯-২০ মৌসুমের মিশন শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পরের দুই ম্যাচে টানা ড্র করে বসে তারা। ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়েই লেভান্তের মুখোমুখি হয় রিয়াল। নিজেদের মাঠে প্রত্যাশিত সূচনা করে লেভান্তের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের দাপট দেখা যায় এদিন। ২৫ মিনিটেই প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দারুণ এক গোলে স্বাগতিক সমর্থকদের আনন্দে উদ্বেলিত করেন করিম বেনজেমা। তার ছয় মিনিট পর স্বাগতিকদের গোল ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী স্ট্রাইকার। শুধু তাই নয়, ৪০ মিনিটে ক্যাসেমিরো গোল করলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দীর্ঘ সময় পর লীগে দলের এমন দাপুটে পারফর্মেন্স দেখল স্বাগতিক সমর্থকরা। শুধু তাই নয়, ১৯৪৬ সালের পর এদিনই প্রথম প্রতিপক্ষের বিপক্ষে ৩ গোলের লিড নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় লেভান্তে। ম্যাচের ৪৯ মিনিটে রিয়ালের জালে বল জড়ান বোর্জা মায়োরাল। ৭৫ মিনিটে গঞ্জালো মেলেরো গোল করলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-২। সফরকারী শিবিরে উচ্ছ্বাস বেড়ে যায় আরও বেশি। অথচ তার আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটে এডেন হ্যাজার্ডের। ৬০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু তার মাঠে নামার পরই দ্বিতীয় গোল হজম করে লেভান্তে। রিয়ালের জার্সিতে হ্যাজার্ডের ৩০ মিনিটের পারফর্মেন্স ছিল উল্লেখযোগ্য। এই সময়ে ২৯বার বল স্পর্শ করেছেন তিনি। পাস দিয়েছেন ১৮টি। সর্বোচ্চ তিনবার ট্যাকল। একবার গোলেরও সুযোগ তৈরি করেন সাবেক চেলসির এই তারকা ফুটবলার। একটি ড্রিবলও ছিল রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান স্ট্রাইকারের। তবে নিজের অভিষেক ম্যাচে কোন গোলের দেখা পাননি হ্যাজার্ড। এই সময়ে তার দলও কোন গোল পায়নি। যে কারণে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। শীর্ষে অবস্থান করছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে ডিয়েগো সিমিওনের দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনার অবস্থান আটে। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
×