ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অভিমত ওয়াকার ইউনুসের

‘পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হবে’

প্রকাশিত: ১০:৪২, ২ জুন ২০১৯

 ‘পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হবে’

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দশ ওয়ানডেতে হারের লজ্জা সঙ্গী করে বিশ্বকাপে নামা পাকিস্তান প্রথম ম্যাচেই বড় লজ্জায় ডুবেছে। লজ্জার রেকর্ডটাকে ১১তে উন্নীত করেছে তারা। নাটিংহ্যামে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন ১০৫ রানে অলআউট সরফরাজ আহমেদের দল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সাবেক অধিনায়ক ও দেশটির ১৯৯২’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওয়াকার ইউনুস মনে করেন, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। সোমবার আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচে মাঠে নামতে হবে সরফরাজদের। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে মিশন শুরু করা ইংলিশরা বেশ আত্মবিশ্বাসী। ৩ উইকেট শিকারের পথে প্রোটিয়া ব্যাটিংয়ের মেরুদ- ভেঙ্গে দেয়া জোফরা আর্চারের বিষয়েও সতর্ক থাকতে বলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। ওয়াকার বলেন, ‘আমার মনে হয় এমন ব্যর্থতার পর এত দ্রুত পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিনই হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার মাত্র তৃতীয়দিনেই ইংল্যান্ডকে মোকাবেলা করতে হচ্ছে। কোন কিছুই নিজেদের মতো হচ্ছে না। টানা দশ ওয়ানডেতে হারলেও ক’দিন আগে দ্বিপক্ষীয় সিরিজে এই ইংলিশদের বিপক্ষে প্রতিটি ম্যাচে রান এসেছিল। কিন্তু সেই তাদের বিপক্ষে বিশ্বকাপে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের চাপ সামলানো সহজ হবে না। প্রতিটি বিভাগে একসঙ্গে জ্বলে উঠতে হবে।’ প্রোটিয়াদের বিপক্ষে ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন আর্চার। অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান বংশোদ্ভূত এই পেসার। ওয়াকার বলেন, ‘আর্চার চমৎকার পেস বোলার। শারীরিক গড়ন এবং রানআপের তুলনায় অনেক বেশি গতি তুলতে পারে বলেই ব্যাটসম্যানরা ওকে পড়তে পারে না। আমার তো মনে হয় এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার হতে পারে। নাটিংহ্যামের ম্যাচে আর্চারের বিষয়ে পাকিস্তান ব্যাটসম্যানদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লজ্জার হারে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরফরাজ আহমেদের দল। এমন বাজে পারফর্মেন্স নিয়ে ক্ষুদ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। আর তাই দলকে নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক এই ফাস্ট বোলার। শোয়েব বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাপুরুষের মতো খেলেছে পাকিস্তান। তাদের দেখলে মনে হয় তারা খেলতে আগ্রহী নয়। আর এটাই আমাকে সবচেয়ে বেশি রাগান্বিত করেছে। দলকে এইভাবে খেলতে দেখাটা খুবই হতাশাজনক। হাসান আলী যেভাবে খেলেছেন সেটা আগে থেকেই আশা করেছিলাম।’ শোয়েব আখতার ছাড়াও পাকিস্তানের সমালোচনা করেছেন দলটির আরেক সাবেক খেলোয়াড় রমিজ রাজা। শর্ট বলে দলটির দুর্বলতা নিয়ে চিন্তায় আছেন তিনি। তার মতে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও শর্ট বলে ভুগতে পারে সরফরাজ আহমেদের দল। রমিজ বলেন, ‘পাকিস্তান ব্যাটসম্যানরা মনে করেছিল উইন্ডিজ বোলাররা তাদের ফুল লেংথের বল করবে। কিন্তু যখনই তারা (উইন্ডিজ বোলার) শর্ট বল করা শুরু করল তারা বিভ্রান্তিতে পড়ে যায় এবং নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসতে শুরু করে। এখন আগামী ম্যাচগুলোতেও বিপক্ষে দলের বোলাররা পাকিস্তানকে শর্ট বল নিয়েই টার্গেট করবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানের এমন পারফর্মেন্স দেখা খুবই হতাশাজনক।’
×