ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ক্ষতি

প্রকাশিত: ১০:১৮, ১০ মে ২০১৯

 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ক্ষতি

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে যে বৃষ্টি বাগড়া দেবে তা বুধবারই বোঝা হয়ে গিয়েছিল। সারাদিন যে আয়ারল্যান্ডের ডাবলিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরেছে। বাংলাদেশ দল অনুশীলন করতে মাঠেও যেতে পারেনি। ইন্টারনেট দুনিয়ায় ডাবলিনের আবহাওয়া পূর্বাভাসেও বৃহস্পতিবার ম্যাচের সময়ে বৃষ্টি থাকার সম্ভাবনা জানিয়ে দেয়। তাই হয়েছে। বৃষ্টির ফাঁদেই পড়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাতে করে দুই দলই সমান ২ পয়েন্ট করে পেয়েছে। তাতে বাংলাদেশেরই ক্ষতি হয়েছে। কিভাবে? সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় মিলে বাংলাদেশের। ক্রিকেটারদের আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকে। আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয়ার সম্ভাবনাও তাই জোরালোই হয়। কিন্তু বৃষ্টি শুরুতেই বাগড়া দেয়। শুরুতে বৃষ্টির জন্য ম্যাচ এক ঘণ্টা দেরি হবে তা জানা যায়। পরে টসই হবে এক ঘণ্টা পর তা জানা যায়। সেটিও সম্ভব হয়নি। বাংলাদেশ সময় ম্যাচ বেলা পৌনে চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। একবার কাভার উঠানোর সিদ্ধান্তও নেয়া হয়। কিন্তু পরক্ষণেই কাভার ওঠানো যায়নি। ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তাতে করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা যে ছিল, জয়তো আর পেল না। ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় এখন ঠিকই সবার ওপরে আছে বাংলাদেশ। মোট ৬ পয়েন্ট পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বোনাস পয়েন্টসহ এক ম্যাচ জিতে ৫ পয়েন্ট পেয়েছে। আয়ারল্যান্ড কোন ম্যাচ না জিতেই ২ পয়েন্ট পেয়েছে। যদি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে জিতত বাংলাদেশ তাহলে ৮ পয়েন্ট হতো। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ড হারলেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে খেলা নিশ্চিত হতো। কিন্তু এখন আয়ারল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচটিতে হারে তাহলেও ছিটকে পড়বে না। সুযোগ থাকবে ফাইনাল খেলার। তাতে বাংলাদেশ যদি পরের ম্যাচে কোনভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে তাহলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সর্বশেষ ম্যাচটিতে বাংলাদেশ না আয়ারল্যান্ড ফাইনালে উঠবে তা নিশ্চিত হবে। ক্ষতি বাংলাদেশেরই হলো। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয়ার পর স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটি জিতলে ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করে রাখার সঙ্গে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে প্রস্তুতিটাও দুর্দান্ত করেই রাখতো বাংলাদেশ। এটার ব্যাঘাত ঘটল। ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ মাঠে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে আইরিশদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য ফল মিলেনি। এবারও তাই হলো। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সালে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসেই হয়। এই ট্রফিতে খেলতে নামার আগেও বাংলাদেশ দল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। সেবার ওয়েস্ট ইন্ডিজের জায়গায় নিউজিল্যান্ড দলটি ছিল। ত্রিদেশীয় সিরিজটিতে আয়ারল্যান্ড পাত্তাই পায়নি। সেবারও আবহাওয়া একই রকম ছিল। সিরিজের প্রথম ম্যাচটি ম্যালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে খেলাই হয়নি। আয়ারল্যান্ডকে পরের ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল। এবার প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকেও হারানোর পালা ছিল। কিন্তু বৃষ্টি শুরুতে এমন খেলাই খেলল, পয়েন্ট ভাগাভাগি হলো। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেক আত্মবিশ্বাসী ছিল। বোলারদের সঙ্গে ব্যাটসম্যানরাও মানসিকভাবে অনেক চাঙ্গা ছিল। এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডকে বিপাকে ফেলে বাংলাদেশের জেতা খুবই সহজ ছিল। কিন্তু বৃষ্টির ফাঁদে পড়ল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়া পড়ল। ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল।
×