ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ব্যর্থতায় চটেছেন ইমরান খান

প্রকাশিত: ১১:৪৯, ৩০ মার্চ ২০১৯

 পাকিস্তানের ব্যর্থতায় চটেছেন ইমরান খান

স্পোর্টস রিপোর্টার ॥ ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী। তারচেয়েও বড় পরিচয় তিনি কিংবদন্তি ক্রিকেটার। যার হাত ধরে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই প্রথম, সেই শেষ। সরফরাজ আহমেদের নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের পর নতুন করে স্বপ্ন বুনছিল উপমহাদেশের অন্যতম ক্রিকেট পাগল দেশটির মানুষ। অথচ দুই বছরের ব্যবধানে যখন ইংল্যান্ড বিশ্বকাপ দ্বারে তখন বিধ্বস্ত শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরা। এশিয়া কাপে চরম ভরাডুবি, দক্ষিণ আফ্রিকা সফরে লজ্জার রেশ না কাটতে এবার অস্ট্রেলিয়ার কাছে টানা তিন হারে ওয়ানডে সিরিজ খুইয়েছে তারা। ক্রিকেট যার রক্তে সেই ইমরান আর চুপ থাকতে পারলেন না। বৈঠক ডেকে বোর্ড (পিসিবি) কর্তাদের কাছে কৈফিয়ত চাইলেন। ধমকের সুরে বললেন, ‘৪০ বছর ক্রিকেট খেলেছি, আমাকে ক্রিকেট শেখাতে আসবেন না।’ ধুঁকতে থাকা পাকিস্তানকে জাগিয়ে তুলতে অস্ট্রেলিয়ার ন্যায় প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট সাজানোর পরামর্শ দিয়েছেন ইমরান। গত এক দশক সে দেশে বড় কোন দল সফরে যায়নি। আইপিএলেও অচ্ছুত পাকিস্তানী ক্রিকেটাররা। আর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজও হচ্ছে না অনেকদিন। ইমরান এসব অচলায়তন ভেঙ্গে যত দ্রুত সম্ভব সবকিছুর পরিবর্তন চান। এ ছাড়া জাতীয় দলে খেলোয়াড় নির্বাচনের ব্যবস্থাও ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি। এ নিয়ে পিসিবির এক কর্তার উদ্ধৃতি প্রকাশ করে সংবাদমাধ্যম জানিয়েছে, ‘এহসান মানি (পিসিবির সভাপতি) প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া উন্নত করতে বোর্ড সব রকম চেষ্টাই করবে।’ আফগানিস্তান, হংকং ও জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচগুলো বাদ দিলে গত বছর থেকে ওয়ানডেতে পাকিস্তানের জয় খুঁজে পেতে কষ্ট হবে। এ সময় চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে দুটিতেই হেরেছে ‘আনপ্রেডিক্টেবল’ এ দলটি। হেরেছে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডেতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতেই হেরেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে আট ম্যাচে জয় মাত্র একটি। বিশ্বকাপের আগে এই যদি হয় জাতীয় দলের পারফর্মেন্স, তাহলে আশা থাকে কতটুকু? ইমরান এই আশা পুনরুজ্জীবিত করতেই বৈঠক করেছেন। জিও টিভি জানিয়েছে, সেই বৈঠকে পিসিবি কর্মকর্তাদের তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেটে নানা রকম সমস্যা সমাধান করতে হলে পিসিবি কর্তাদের ব্যক্তিগত স্বার্থ দূরে রাখতে হবে। পিসিবি কর্তারা ইমরানকে বোঝাতে নানা যুক্তি পেশ করলে সাবেক এই পেসার নাকি সোজাসাপ্টাই বলেন, ‘৪০ বছর ধরে ক্রিকেট খেলেছি। আমাকে বোঝানোর দরকার নেই।’ পাকিস্তানের হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেও তাকে বিবেচনা করা হয়। দেশটির একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক খেলা ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়ার পর এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল ইংল্যান্ডের মাটিতে। সেখানে প্রতিকূল কন্ডিশনে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবেই শিরোপা জিতেছিল পাকিস্তান। তাই চিরচেনা আমিরাতে এশিয়া কাপে সরফরাজরা ছিল হটফেবারিট। কিন্তু বাংলাদেশের কাছে ধরাশায়ী পাকিরা ফাইনালেও খেলতে পারেনি। নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরেও দলটির পারফর্মেন্স যাচ্ছেতাই।
×