ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবশেষে ফুটবল ছেড়ে রাগবিতে বোল্ট!

প্রকাশিত: ০৬:৫২, ৯ নভেম্বর ২০১৮

অবশেষে ফুটবল ছেড়ে রাগবিতে বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন তার অনেক দিনের। বিশ্বের সর্বকালের সবচেয়ে খ্যাতিমান স্প্রিন্টার উসাইন বোল্ট ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতে যখন দুর্বার ছিলেন তখন থেকেই জানিয়েছিলেন ফুটবলার হতে চান। এরপর ৮ বার অলিম্পিক স্বর্ণজয়ী এ স্প্রিন্টার ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগত ছেড়ে দিয়ে জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও নরওয়েতে ফুটবলার হয়ে ওঠার জন্য ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু ব্যর্থতা সঙ্গী হয়েছে বোল্টের। ৩২ বছর বয়সী এ স্প্রিন্টার গত বছর ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে অবসরের পরই ফুটবলার হওয়ার তীব্র বাসনায় চেষ্টা হিসেবে এ বছর আগস্টে অস্ট্রেলিয়ার ‘এ’ লীগ দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে অনুশীলনের সুযোগ পান। কিন্তু দুটি ট্রায়াল ম্যাচে মোট ৯৫ মিনিট খেলে জোড়া গোল পাওয়া বোল্টের সঙ্গে কোন চুক্তি করেনি ক্লাবটি। লীগ শুরু হওয়াতে আপাতত তাই ক্লাব তাঁবুর বাইরে বোল্ট। এবার তাকে অস্ট্রেলিয়া জাতীয় রাগবি ইউনিয়ন দল ওয়ালাবিসে দেখা গেছে। জানা গেছে ইতোমধ্যেই রাগবির এ ক্লাবের সঙ্গে ৩ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তিবদ্ধও হয়েছেন। তবে কি ফুটবল ছেড়েই দিচ্ছেন বোল্ট? প্রশ্নটা এখন সবখানেই। আগস্টের মাঝামাঝি মেরিনার্সে যোগ দিয়ে অনুশীলন করার সুযোগ পান বোল্ট। সে মাসেই প্রথম প্রস্তুতি ম্যাচে ২০ মিনিট এবং পরের প্রস্তুতি ম্যাচে অক্টোবরের শুরুতে চমক দেখান প্রথম ৭৫ মিনিট খেলে জোড়া গোল করে। এর মধ্যে মাল্টার চ্যাম্পিয়ন ক্লাব ভ্যালেটা এফসি তাকে ট্রায়াল ছাড়াই সরাসরি চুক্তির প্রস্তাব দেয়। তবে ভ্যালেটা এফসির আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দেন বোল্ট। বোল্টের এজেন্ট চেয়েছিলেন মেরিনার্সে চুক্তির জন্য ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু মেরিনার্স কর্তৃপক্ষ ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের প্রস্তাব করেছিল। শেষ পর্যন্ত কোন চুক্তিই পাননি বোল্ট। তারপর অবশ্য অস্ট্রেলিয়া ত্যাগ করেননি। চলতি ‘এ’ লীগে বেশ দুর্দশার মধ্যেই আছে মেরিনার্স। ৩ ম্যাচ খেলে দুটিতেই ড্র এবং একটিতে পরাজিত হয়েছে তারা। আর বোল্ট চষে বেড়াচ্ছেন পুরো অস্ট্রেলিয়া। সম্প্রতিই মেলবোর্নে একটি কার রেসিংয়ের ইভেন্টে তাকে দু’জন তরুণীর সঙ্গে রাতভর পার্টি করতে দেখা গেছে। এরচেয়ে বড় খবর হলো রাগবি ক্লাব ওয়ালাবিসের সঙ্গে ৩ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি হওয়ার খবর। রাগবি ক্লাবে চুক্তি করে থাকলে একই সঙ্গে আর কোনভাবেই পেশাদার ফুটবলার হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় থাকবে না বোল্টের।
×