ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেয়েছে জুলেন লোপেতেগুইয়ের দল, সেল্টার কাছে এ্যাটলেটিকো মাদ্রিদের লজ্জাজনক পরাজয়

বেল-বেনজেমায় দুর্দান্ত রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:১৮, ৩ সেপ্টেম্বর ২০১৮

  বেল-বেনজেমায় দুর্দান্ত রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদের মায়া কাটিয়ে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দলের সেরা তারকা সি আর সেভেনবিহীন কেমন করবে রিয়াল মাদ্রিদ? পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কী স্প্যানিশ জায়ান্টরা? রোনাল্ডো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়ার পর থেকেই এমন সব প্রশ্ন ছিল রিয়াল সমর্থকদের মুখে মুখে। নতুন মৌসুমের শুরুতে এসব প্রশ্নের জবাবটা দারুণভাবেই দিচ্ছেন বেল-বেনজেমা-রামোসরা। শনিবার স্প্যানিশ লা লিগার তৃতীয় ম্যাচেও দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে এদিন তারা ৪-১ গোলে হারিয়েছে লেগানেসকে। সেই সঙ্গে নতুন মৌসুমের প্রথম তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জুলেন লোপেতেগুইয়ের দল। তবে রিয়াল মাদ্রিদের জয়ের দিনে হেরে গেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে এদিন সেল্টা ভিগো ২-০ গোলে বিধ্বস্ত করেছে ডিয়েগো সিমিওনের দলকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছাড়ার পর তার জায়গা দখল করেন গ্যারেথ বেল। সন্দেহ ছিল ওয়েলস তারকা কী পারবেন সেটা পূরণ করতে? অথচ কি দুর্দান্তভাবেই না রিয়ালের খালি জায়গাটা পূরণ করছেন সাবেক টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফুটবলার। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেই গোল পাওয়া বেল শনিবার লেগানেসের জালেও প্রথম বল জড়ান। ম্যাচ শুরুর ১৭ মিনিটে তার দারুণ প্রচেষ্টাতেই প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, পাঁচ বছর আগের পহেলা সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদে যোগ দেয়া গ্যারেথ বেল শনিবার করলেন লা লিগায় টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রিয়াল যে রোনাল্ডোর অভাব উপলব্ধি করবে না তা ইতোমধ্যেই প্রমাণিত। তবে বেলের প্রথম গোলের পর ম্যাচের ২৪ মিনিটেই গুইদো ক্যারিলো পেনাল্টির সৌজন্যে রিয়ালের জালে বল জড়িয়ে লেগানেসকে সমতায় ফেরান। ম্যাচের প্রথমার্ধের বাকি সময়টাতে আর কোন গোল না হলে ভয় ধরে যায় স্বাগতিক সমর্থকদের মনে। কেননা ১-১ গোলের সমতায় থেকে যে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধেই সান্তিয়াগো বার্নাব্যুতে আসল রিয়াল মাদ্রিদকে দেখা যায়। মাত্র ১৩ মিনিটের মধ্যে দুই গোল করেন করিম বেনজেমা। বিরতির পর ৪৮ মিনিটে ফরাসী স্ট্রাইকারের গোলে এগিয়ে যায় রিয়াল। ৬১ মিনিটে আবারও গোল করে ব্যবধানটাকে বাড়িয়ে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। ৬৬ মিনিটে পেনাল্টিতে রিয়াল মাদ্রিদের চতুর্থ গোলটি করেন দলপতি সার্জিও রামোস। এর ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুলেন লোপেতেগুইয়ের দল। এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ঘটে থিবাউ কোর্তোয়ার। রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো বেলজিয়ামের এই তারকা গোলরক্ষক গত মাসেই ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব চেলসি থেকে নতুন করে ঠিকানা গড়েন সান্তিয়াগো বার্নাব্যুতে। কেইলর নাভাসকে বসিয়ে রেখে এদিন তাকে দলে সুযোগ করে দেন রিয়াল কোচ। তাতে দারুণ সন্তুষ্ট কোর্তোয়া। ম্যাচ শেষে কেইলর নাভাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এদিকে দিনের আরেক ম্যাচে শনিবার সেল্টা ভিগো ২-০ গোলে হার মানেন এ্যাটলেটিকো মাদ্রিদ। স্বাগতিক সেল্টার হয়ে এদিন গোল দুটি করেন ম্যাক্সি গোমেজ এবং ইয়াগো আসপাস। এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লীগ টেবিলের দুইয়ে উঠে এসেছে সেল্টা ভিগো। তিন ম্যাচ থেকে দুই জয় আর এক ড্রয়ের সৌজন্যে তাদের সংগ্রহে এখন সাত পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেছে দশ নম্বরে। তবে তাতে মোটেও চিন্তিত নন এ্যাটলেটিকোর অভিজ্ঞ কোচ ডিয়েগো সিমিওনে।
×