ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অনুশীলনে সিরিয়াস ছোটনের শিষ্যারা...

প্রকাশিত: ০৭:০৯, ৮ আগস্ট ২০১৮

অনুশীলনে সিরিয়াস ছোটনের শিষ্যারা...

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জেতার চেয়ে তা ধরে রাখাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। আর এই কঠিন কাজটিই করতে ভুটান গেছে বেঙ্গল টাইগ্রেস ফুটবল দল। আগামী ৯ আগস্ট থেকে সেখানকার চাংলিমিথান স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। এতে ছয়টি দল অংশ নেবে। দলগুলো হল ভুটান, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভুটান। ৯-১৩ আগস্ট পর্যন্ত হবে গ্রুপপর্বের ম্যাচগুলো। ১৬ আগস্ট হবে দুটি সেমিফাইনাল। আর ১৮ তারিখ হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ দল ভুটানের থিম্পুতে পৌঁছে সবার আগে, সোমবার। স্বভাবতই অনুশীলনও তারা করে সবার আগে। বাফুফে জানিয়েছে, প্রথমদিন বাংলাদেশ দল একঘণ্টারও বেশি সময় ধরে ‘ফ্যান্টাস্টিক’ ট্রেনিং সেশন করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে। অনুশীলনে খেলোয়াড়রা সবাই দারুণ ‘সিরিয়াস’ ছিল। সবাই শারীরিকভাবে সুস্থ এবং ফিট আছে। যদিও তাপমাত্রা ছিল বেশ শীতার্ত, ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াস। তবে তাতে মারিয়া, মনিকা, আঁখি, তহুরাদের কোন সমস্যা হয়নি। মঙ্গলবার দ্বিতীয়দিনে নিজেদের আরিয়া ইন্টারন্যাশনালে রিকভারি জিম সেশন করেছে মেয়েরা, ঘণ্টাকালব্যাপী। মঙ্গলবার এই হোটেলে আতিথ্য নিয়েছে পাকিস্তান দল, যাদের সঙ্গেই প্রথম গ্রুপ ম্যাচে অবতীর্ণ হবে লাল-সবুজ বাহিনী।
×