ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হকির সেমিতে ভারতের কাছে ২-৯ গোলে হার

যুব অলিম্পিক খেলার স্বপ্নভঙ্গ যুবাদের

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ এপ্রিল ২০১৮

যুব অলিম্পিক খেলার স্বপ্নভঙ্গ যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ ছিল নিজেদের চেয়ে অনেক বেশি শ্রেয়তর, শক্তিশালী। তারপরও আশা ছিল যদি অঘটন ঘটিয়ে ফেলা যায়। কিন্তু সেই স্বপ্নের হয়েছে সমাধি। থাইল্যান্ডের ব্যাংককে যুব অলিম্পিকের বাছাইপর্ব হকিতে সেমিফাইনালে ভারতের কাছে ৯-২ গোলে হেরে যুব অলিম্পিকের মূলপর্বে নাম লেখানোর স্বপ্ন ভেঙ্গে গেল বাংলাদেশ যুব হকি দলের। যুব অলিম্পিকের বাছাইপর্বে আর মাত্র একটি বাধা ছিল বাংলাদেশের। সেমিফাইনালে (ফাইভ-এ-সাইড হকি) ভারতকে হারাতে পারলেই ফাইনালে ওঠার পাশাপাশি মূলপর্বেও খেলার যোগ্যতা অর্জন করতে পারতো লাল-সবুজবাহিনী। কিন্তু সেটা আর হলো না। বাছাইপর্বে গ্রুপে ভাল করলেও সেমিফাইনালে প্রতিপক্ষ ভারতের সঙ্গে পেরে ওঠেনি গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। শনিবার ম্যাচের শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল ভারতেরই। প্রথমপর্বেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ৫ মিনিটে শিবাম আনন্দের গোলে লিড নেয় তারা (১-০)। অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই আনন্দই (২-০)। দ্বিতীয়পর্বে আরও এক গোল আদায় করে নিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই খেলোয়াড় (৩-০)। তৃতীয়পর্বে সবচেয়ে খারাপ খেলে বাংলাদেশ দল। কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। বরং এই অর্ধে আরও ৬ গোল হজম করে তারা। পুরো ম্যাচে বাংলাদেশ মাত্র দুই গোল করে। ২৩ ও ২৯ মিনিটে গোল দুটি করেন সোহানুর রহমান সবুজ। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি।
×