ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি আশরাফুল, তাসামুলের

প্রকাশিত: ০৪:৪১, ৫ মার্চ ২০১৮

সেঞ্চুরি আশরাফুল, তাসামুলের

স্পোর্টস রিপোর্টার ॥ চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ বলে জিতে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলটি লিজেন্ডস অব রূপগঞ্জকে ১ উইকেটে হারিয়েছে। ব্রাদার্স ইউনিয়নকে ৩ উইকেটে হারিয়ে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। মোহাম্মদ আশরাফুল ও তাসামুল হকের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। শাইনপুকুর-রূপগঞ্জ ম্যাচ ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল শাইনপুকুর। শেষ ওভারে জিততে ৭ রানের দরকার ছিল। হাতে ছিল ৯ উইকেট। মোহাম্মদ শহীদের করা শেষ ওভারের প্রথম দুই বলে ১ রান হওয়াতেই হারের শঙ্কায় পড়ে যায় শাইনপুকুর। তৃতীয় বলে রায়হান উদ্দিন বাউন্ডারি হাঁকিয়ে ৩ বলে জিততে ২ রানে নিয়ে আসেন। চতুর্থ বলে আরেকটি রান হলে জিততে ২ বলে ১ রানের প্রয়োজন পড়ে। এমন মুহূর্তে পঞ্চম বলে রানআউট হয়ে যান সাইফউদ্দিন। চাপে পড়ে যায় শাইনপুকুর। শেষ বলে জিততে ১ রানের দরকার থাকে। টাইট ফিল্ডিং। সেই সুযোগ নিয়ে রায়হানউদ্দিন বাউন্ডারি হাঁকিয়ে দিয়ে ম্যাচ বের করে নেন। মোহাম্মদ নাঈমের ৯৩ ও ভারতের জম্মু-কাশ্মীরের পারভেজ রাসুলের অপরাজিত ৮৮ রানে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৮ রান করে। জবাব দিতে নেমে ম্যাচসেরা সাদমান ইসলামের ৯৫, ভারতের হিমাচল প্রদেশের উদয় কোলের ৬১ রানের সঙ্গে আফিফ হোসেনের ২৯ ও রায়হানউদ্দিনের অপরাজিত ১০ রানে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭২ রান করে জিতে শাইনপুকুর। কলাবাগান-অগ্রণী ব্যাংক ম্যাচ ॥ শাহরিয়ার নাফীস কি দুর্দান্ত ব্যাটিং করলেন। ১ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। শাহরিয়ারের এমন ব্যাটিংয়ের সঙ্গে আজমির আহমেদের ৫৮ রানে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫২ রান করে অগ্রণী ব্যাংক। জবাব দিতে নেমে তাসামুল হক (১০৬) ও আশরাফুল (১০২*) অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখান। দুইজনের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৫৬ রান করে জিতে যায় কলাবাগান ক্রীড়া চক্র। খেলাঘর-ব্রাদার্স ম্যাচ ॥ ফতুল্লায় ম্যাচটিতে আগে ব্যাট করে ৪৬ ওভারে ১৮৭ রান করতেই গুটিয়ে যায় ব্রাদার্স। দলের পক্ষে অলক কাপালী সর্বোচ্চ ৬৬ রান করেন। জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জিতে খেলাঘর। অশোক মেনারিয়া ৫৫ রান করেন।
×