ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এএফসি কাপের ম্যাচে স্বাগতিক ঢাকা আবাহনীকে সমীহ করলেও জয়ের আশা মালদ্বীপের দলটির

ঢাকায় আত্মবিশ্বাসী নিউ রেডিয়েন্ট

প্রকাশিত: ০৪:৪০, ৫ মার্চ ২০১৮

ঢাকায় আত্মবিশ্বাসী নিউ রেডিয়েন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্ট। রবিবার বাংলাদেশে আসার পর অনুশীলনেও ঘাম ঝরিয়েছে অতিথিরা। বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর বিরুদ্ধে বুধবার এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচ খেলবে নিউ রেডিয়েন্ট। বাংলাদেশে আসার পর স্বাগতিক দলকে সমীহ করলেও জয়ের আশা প্রকাশ করেছেন নিউ রেডিয়েন্টের কোচ অস্কার ব্রুসন। তিনি আতিথেয়তায় মুগ্ধ হলেও ট্রাফিক জ্যামসহ কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ব্রুসনের ভারতের আই লীগের দল মুম্বাই এফসিরও দায়িত্বে ছিলেন। উপমহাদেশের কন্ডিশন ও দল সম্পর্কে ভালই জানা আছে স্প্যানিশ এই কোচের। এ কারণে ঢাকায় এসে স্বাগতিকদের সমীহ করলেও জয় নিয়ে ফিরতে চান তিনি। বিদেশী এই কোচ বেশি কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। টিম হোটেল থেকে আরামবাগে অনুশীলন ভেনুতে আসতে নাকি অনেক সময় লেগেছে তাদের। কারণ ট্রাফিক জ্যাম। টার্ফে এসে তো রীতিমতো মেজাজ দেখান। বাফুফে নির্ধারিত অনুশীলনের স্থান, পরিবেশ আর সুযোগ-সুবিধা পছন্দ হয়নি তাদের। অনুশীলন করতে এসে নাকি খাবার পানি চেয়েছিল বাফুফের কাছে।। সেটা পেতেও বেশ দেরি হয়েছে। এই নিয়েও ক্ষোভ ঝেড়েছেন। তবে এ সব ছাপিয়ে আতিথেয়তাতেও মুগ্ধ হয়েছেন অস্কার। বলেন, এই প্রথম বাংলাদেশে এলাম কিন্তু পশ্চিম বাংলায় প্রথম নয়। আমি এখানকার ফুটবল এবং এখানকার মানুষের ফুটবলের প্রতি ভালবাসা সম্পর্কে ব্যক্তিগতভাবে জানি। দেখা যাক, ম্যাচে কি হয়। তিনি বলেন, আবাহনী সম্পর্কে ভাল জানি। তাদের দলে আফ্রিকার খেলোয়াড় আছে। কন্ডিশন এবং আবাহনী সম্পর্কে যে তথ্য পেয়েছি তারা উইং দিয়ে খেলে। শক্তিনির্ভর ম্যাচ হতে যাচ্ছে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আবাহনীর বিপক্ষে ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি নেয়নি নিউ রেডিয়েন্ট। গত শুক্রবার মালে লীগে মাজিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা দলটির কোচ জানালেন, হাতে থাকা সময়ে আবাহনীর বিপক্ষে ম্যাচের কৌশল সাজাবেন তিনি। এ প্রসঙ্গে অস্কার বলেন, কন্ডিশনের সাদৃশ্য আছে। কন্ডিশনের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেয়ার জন্য আমরা একটু আগেই এখানে এসেছি। তবে মালদ্বীপের টার্ফে আমরা যে পজেশনাল গেম খেলে অভ্যস্ত, সেটা এখানে পাব না। তিনি বলেন, আমরা এই ম্যাচ নিয়ে প্রস্তুতি নেইনি। কিন্তু মাজিয়ার বিপক্ষে একটি কঠিন ম্যাচ খেলে এখানে এসেছি। আবাহনী ম্যাচের আগে আমরা কৌশলগত বিষয়গুলো নিয়ে অনুশীলন করব। মালদ্বীপ জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা আলি আশফাক গত বছর যোগ দিয়েছেন নিউ রেডিয়েন্টে। এই ফরোয়ার্ড ছাড়াও আস্থা রাখার মতো আরও খেলোয়াড় দলে আছে বলে জানান তিনি। বলেন, আশফাক আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এশিয়াতে সে খুবই পরিচিত খেলোয়াড় এবং তাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় কিন্তু সে ছাড়াও অনেক ভাল খেলোয়াড় আমাদের দলে আছে।
×