ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৫৫তম জন্মদিনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মরিনহোর শততম জয়

সানচেজের ঝলমলে অভিষেক

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ জানুয়ারি ২০১৮

সানচেজের ঝলমলে অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে অভিষেকেই আলো ছড়ালেন এ্যালেক্সিস সানচেজ। এফএ কাপের চতুর্থ পর্বের ম্যাচে সতীর্থদের দিয়ে দুই গোল করালেন তিনি। আর তার ম্যাচ সেরার পারফর্মেন্সের সৌজন্যে ম্যানচেস্টার ইউনাইটেডও এদিন ৪-০ গোলে পরাজিত করেছে তুলনামূলক খর্বশক্তির দল ইয়োভিল টাউনকে। শুক্রবার ছিল জোশে মরিনহোর ৫৫তম জন্মদিন। আর এদিনই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে শততম ম্যাচে প্রতিনিধিত্ব করলেন স্পেশাল ওয়ান। সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচের মাইলফলকের এ দিনটিকে স্মরণীয় করে রাখলেন তার শিষ্যরাও। ২০১৬ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দেন মরিনহো। শুরুর সেই ধাক্কা সামলিয়ে বর্তমানে রেড ডেভিলদের ভাল একটা অবস্থান গড়ে দিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তার দল। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপেও দুর্দান্ত খেলছে তার দল। এই এফএ কাপেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শততম ম্যাচে প্রতিনিধিত্ব করলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ। এই ম্যাচে রেড ডেভিলদের হয়ে ৬২তম জয় তুলে নেন তিনি। আর হারের সংখ্যা ১৫। বাকি ২৩ ম্যাচে ড্র করেছেন মরিনহো। তবে জন্মদিনে ডাগআউটে থাকাটা অবশ্য মরিনহোর জন্য নতুন কিছু নয়। কেননা এর আগেও জন্মদিনে ম্যাচ হওয়ার পাঁচবারের অভিজ্ঞতা রয়েছে তার। জন্মদিনে এটা তার ষষ্ঠ ম্যাচ। ছয় ম্যাচে জয় পাঁচটিতে, হার একটিতে। এই ম্যাচে আলো ছড়িয়ে অভিষেক পর্বটাকেও স্মরণীয় করে রাখলেন সানচেজ। ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৭২ মিনিট খেলে সতীর্থদের দিয়ে দুই গোল করাতে ভূমিকা রেখেছেন সাবেক বার্সিলোনার এই চিলিয়ান ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়ে একটি করে গোল করেছেন মারকাস রাশফোর্ড, আন্দের এরেরা, জেসে লিনগার্ড এবং রোমেলু লুকাকু। গত সোমবারই ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দল আর্সেনাল ছেড়ে ওল্ডট্র্যাফোর্ডে যোগ দেন সানচেজ। নতুন ঠিকানায় নিজের প্রথম ম্যাচেই জাত চেনালেন চিলিয়ান ফরোয়ার্ড। সাবেক বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ডের বাড়ানো বল জালে পাঠিয়ে ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন রাশফোর্ড। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে এরেরার ব্যবধান দ্বিগুণ করা গোলটির নেপথ্য নায়কও এই সানচেজ। ৮৯ মিনিটে লিনগার্ড স্কোরলাইন ৩-০ করার পর লুকাকুর ভলি ঠিকানা খুঁজে পেলে ৪-০ গোলের সহজ জয় নিয়েই পঞ্চম রাউন্ডে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির কোচ জোশে মরিনহোও পেয়ে যান ৫৫তম জন্মদিনের সেরা উপহার। পর্তুগীজ এই কোচ ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর ১০০ ম্যাচের মধ্যে ৬২টিতে জিতলেন। অথচ তার আগেরদিনই ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেন তিনি। আর নতুন এই চুক্তির ফলে ২০২০ সাল পর্যন্ত রেড ডেভিলদের সঙ্গেই থাকছেন জোশে মরিনহো। এমন দিনে স্পেশাল ওয়ান দারুণ খুশি। তবে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন দলের নবীন সদস্য সানচেজকেই। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে সাবেক চেলসির এই অভিজ্ঞ কোচ বলেন, ‘আমাদের দলে এ্যালেক্সিস সানচেজ চমৎকার সংযোজন। সে আসাতে দলের প্রত্যেকেই খুব আনন্দিত। কে বাদ পড়েছে সেটা আসলে কখনও কখনও খুব গুরুত্বপূর্ণ নয় বরং ভাল খেলোয়াড় সবসময়ই দলে ভাল খেলোয়াড়কে চায়।’ মরিনহো এ সময় আরও বলেন, ‘আক্রমণভাগে আমাদের দুর্দান্ত একটা টিম রয়েছে। তার সঙ্গে নতুন করে যোগ দিয়েছে সানচেজ। সে অভিজ্ঞ এবং মেধাবী খেলোয়াড়।’ ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল দল ম্যানইউ। কিন্তু স্যার এ্যালেক্স ফার্গুসনের পর থেকেই যেন খেই হারিয়ে ফেলেছে রেড ডেভিলরা। এবারও শিরোপার আশা শেষ হয়ে গেছে তাদের। কেননা লীগে যে উড়ছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। তবে এফএ কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন দেখতেই পারেন জোশে মরিনহো।
×