ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপ ড্র নিয়ে মেসি, রোনাল্ডো, নেইমারের ভাবনা

প্রকাশিত: ০৬:০১, ১ ডিসেম্বর ২০১৭

রাশিয়া বিশ্বকাপ ড্র নিয়ে মেসি, রোনাল্ডো, নেইমারের ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ার রাজধানী মস্কোয় আজ রাতে হবে বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র। এখানেই নির্ধারিত হবে অংশগ্রহণকারী ৩২টি দেশ কে কার বিরুদ্ধে খেলবে গ্রুপপর্বে। আকর্ষণীয় ড্র’র দিকে তাই দৃষ্টি গোটা ফুটবলবিশ্বের। এ নিয়ে অনেকে তাদের মতামত প্রকাশ করেছেন। বর্তমান সময়ের সেরা তিন তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারও তাদের মতামত জানিয়েছেন ড্র নিয়ে। আর্জেন্টাইন অধিনায়ক মেসির দুঃখটা অনেক বেশি। গত বিশ্বকাপে ফাইনালে হারের ক্ষত তার এখনও দগ্ধ। এবার বাদ পড়তে পড়তে অবশেষে বিশ্বকাপে উঠেছে তার দেশ। ড্র নিয়ে মেসি বলেন, আমি এটা অনুসরণ করব। যদি একই সময়ে আমাদের কোন ট্রেনিং বা ম্যাচ না থাকে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেন, আমার বিশ্বাস আছে, আমরা যে কোন দলেরই মোকাবেলা করতে সক্ষম। ড্রয়ের দিনটা যে আর দশটা দিনের মতো হবে না, সেটা স্বীকার করেছেন নেইমার। বলেন, আমরা মাইক্রোওয়েভে কিছু পপকর্ন দিয়ে রাখব। পরিবার এবং বন্ধু-বান্ধবকে ডাকব। তারপর সবাই মিলে টিভিতে চোখ রাখব। পর্তুগীজ অধিনায়ক রোনাল্ডো বলেন, আমি নির্ভার। কেননা হয়তো কিছু দল অন্য দলগুলোর থেকে শক্তিশালী। তবে সব গ্রুপই ভারসাম্যপূর্ণ হবে। আমি শান্ত থাকতে পারছি। কারণ আমি জানি, যখন সময় আসবে দলগুলো প্রস্তুত হয়ে যাবে। নিজের দল পর্তুগাল নিয়ে সি আর সেভেনের একটাই ভাবনাÑ প্রতিপক্ষ যেই হোক জিততে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যাদের বিরুদ্ধে ড্রয়ে নাম পড়ুক জিততে হবে। কে পড়লো, সেটা কোন ব্যাপার নয়। আজকের ড্র অনুষ্ঠান উপস্থাপনা করবেন বিখ্যাত ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। তাকে সহযোগিতা করবেন জনপ্রিয় রাশিয়ান ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্ডনায়া। এ সময় ড্রয়ের মঞ্চ আলোকিত করবেন সাত বিশ্বকাপ জয়ী দেশের সাত প্রতিনিধি এবং স্বাগতিক রাশিয়ার একজন প্রতিনিধি। সাত বিশ্বকাপ জয়ীর মধ্যে থাকার কথা ফ্রান্সের লরা ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস, ব্রাজিলের কাফু, ইতালির ফ্যাবিও ক্যানাভারো, উরুগুয়ের দিয়াগো ফোরলান, আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা, স্পেনের কার্লোস পুওল। স্বাগতিক রাশিয়ার পক্ষে থাকবে নিকিতা সিমোনিয়ান। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির একজন প্রতিনিধিকে দেয়া হচ্ছে আরও বড় সম্মাননা। তিনি হচ্ছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, গত বিশ্বকাপ জয়ী ফুটবলার মিরোসøাভ ক্লোসা। ফাইনাল ড্রয়ের মঞ্চে তিনি বয়ে নিয়ে আসবেন বিশ্বকাপের সোনালি ট্রফিটা। শেখ জামাল ধানম-ি ফাইনালে মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ গতকাল বৃহস্পতিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ঢাকা ৪-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাব যুব দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দলের গাম্বিয়ার সোলেমান কিং সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। খেলাটি ছিল একচেটিয়া। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সোলেমান কিং হাটট্রিক করেন এবং অপর গোলটি করেন রাকিব।
×