ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্মুলিয়ান ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ অক্টোবর ২০১৭

স্মুলিয়ান ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট আসরে নতুন রেকর্ড গড়েছেন ব্র্যাড স্মুলিয়ান। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রান করে তিনি চলমান প্লাঙ্কেট শিল্ডে এই রেকর্ড গড়েন। সেন্ট্রাল ডিসট্রিক্ট ও নর্দার্ন ডিসট্রিক্টের মধ্যে চারদিনের ড্র ম্যাচে তিনি ২০৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে এটিই কোন ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগে ক্যান্টারবুরির হয়ে ১৮৮০-৮১ মৌসুমে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন জর্জ ওয়াটসন। সেটিই ছিল অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। সেন্ট্রাল ডিসট্রিক্টের হয়ে প্রথম ইনিংসেই রেকর্ড গড়েন মিডলঅর্ডার ব্যাটসম্যান স্মুলিয়ান। মাত্র ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দলটি। এরপর ষষ্ঠ উইকেটে ডগ ব্রেসওয়েলের সঙ্গে ২২৪ রানের বিশাল জুটি গড়েন। ফলে ৭ উইকেটে ৩১৩ রানে ইনিংস গড়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় সেন্ট্রাল ডিসট্রিক্ট। নর্দার্ন ডিসট্রিক্ট প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৩৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। স্মুলিয়ান ঝড়ো ইনিংস খেলেন এই সময়ে। তিনি ২০৭ বলে ৩১ চার ও ৩ ছক্কায় ২০৩ রান করে সাজঘরে ফেরেন। তবে ব্রেসওয়েল ৬৩ রানে থাকেন অপরাজিত। দ্বিতীয় ইনিংসে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি স্মুলিয়ান। তিনি ৪ রান করেই সাজঘরে ফিরেছেন। তবে প্রথম ইনিংসে তার করা ২০৩ রানের ইনিংসটিই শেষ পর্যন্ত ম্যাচ বাঁচিয়েছে সেন্ট্রাল ডিসট্রিক্টের।
×