ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কোহলিকেই ফ্যাক্টর ভাবছেন স্মিথ

প্রকাশিত: ০৪:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

কোহলিকেই ফ্যাক্টর ভাবছেন স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে ইউরোপ-অস্ট্রেলিয়া অঞ্চলের দলগুলোর প্রধান চিন্তা প্রতিপক্ষের স্পিন আক্রমণ। এ্যালিস্টার কুক, কেন উইলিয়ামনদেরও যেখানে পাড়ার ব্যাটসম্যানের পর্যায়ে নামিয়ে আনেন রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজারা। তবে আসন্ন রঙিন পোশাকের দ্বৈরথে স্পিন নয়, স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ভাবছেন স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘আমার মনে হয় ওয়ানডেতে আমরা সবাই স্পিন ভালই খেলি। টেস্টে যদিও এখনও অনেক কিছু শিখছি। মনে হয় না ওয়ানডের পিচ টেস্টের মতো অতটা স্পিনবান্ধব হবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে, পিচের সঙ্গে খাপ খাইয়ে নেয়া এবং ব্যাটসম্যান কোহলিকে সামলানোটাই বেশি গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ সফরে ঢাকা টেস্টে হারলেও চট্টগ্রামে জিতে সিরিজ ড্র করে অস্ট্রেলিয়া। যেটি স্মিথদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। চেন্নাইয়ে রবিবার প্রথম ম্যাচ দিয়ে শুরু পাঁচ ওয়ানডের লড়াই। আছে তিন টি২০ও। প্রথম তিন ওয়ানডেতে অবশ্য বিশ্রামে ভারতের সেরা স্পিনা জুটি অশ্বিন-জাদেজা। মূল দুই স্পিনার না থাকলেও অন্যদের সামলাতে সতর্ক পরিকল্পনা স্মিথের, ‘অক্ষর প্যাটেল ভাল খেলছে, যুবেন্দ্র চাহালাও। শ্রীলঙ্কা সফরে কূলদিপ যাদবও ভাল বল করেছেন। অশ্বিন-জাদেজা না থাকলেও তাদের বেশ কিছু ভাল স্পিনার আছে। পুরো সিরিজে তাদের দেখেশুনেই খেলতে হবে।’ তবে মূল চিন্তা যে ব্যাটসম্যান কোহলি, অস্ট্রেলিয়া অধিনায়কের পরের বাক্যেই সেটি পরিষ্কার, ‘সবার আগে ব্যাটসম্যান কোহালিকে শান্ত রাখতে হবে। তা হলেই সিরিজে আমাদের ভাল কিছু করার সম্ভাবনা থাকবে।’ ব্যাটিংয়ে লড়াইটা দুই অধিনায়কেরও। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে কোহলি এক নম্বরে, স্মিথ নেই সেরা দশে। তবে টেস্টের শীর্ষে স্মিথ, কোহলি ছয়ে। তিনি আরও বলেন, ‘কোহালির সঙ্গে পার্থক্য নিয়ে আমি বেশি মাথা ঘামাতে চাই না। ও অবশ্যই দুর্দান্ত খেলোয়াড়। ওয়ান ডেতে অসাধারণ সব রেকর্ড আছে। আসল কথা হলো, ওকে আমাদের শান্ত রাখতে হবে।’ অস্ট্রেলিয়ার শেষ ভারত সফরে (টেস্ট সিরিজ) বিতর্ক একটা বড় অংশ জুড়ে ছিল। ডিআরএস নেয়ার সময় স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকানো থেকে যে বিতর্কের শুরু। যার পরে ঘুরিয়ে অস্ট্রেলীয় অধিনায়কের বিরুদ্ধে ‘জোচ্চুরির’ অভিযোগ এনেছিলেন কোহলি। স্মিথ অবশ্য মনে করছেন, এ বারের ক্রিকেটীয় স্পিরিট মেনেই খেলা হবে, ‘ভারতের সঙ্গে খেলা মানেই লড়াইটা সব সময় হাড্ডাহাড্ডি হয়। আশা করব, ক্রিকেটীয় স্পিরিট মেনেই সিরিজটা হবে,’ বলেন তিনি। বাংলাদেশে স্পিনের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এবার ওয়ান ডে সিরিজে মোটামুটি পাটা পিচই হবে, এ রকমটাই মনে করছেন স্মিথ। তার কথায়, ‘আমার যতদূর মনে পড়ে ভারতের মাটিতে শেষ ওয়ানডেতে ডে সিরিজেও প্রচুর রান হয়েছিল। উইকেট পাটাই ছিল। দেখা যাক, এ বার কী ধরনের উইকেট পাই। তবে মনে হয়, ব্যাটিং উইকেটই পাব।’ স্পিনের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ও স্মিথের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। বাংলাদেশ সফরে টাইগার বোলিং কাঁপিয়েছেন ওয়ার্নার। সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অনেকটাই তাদের ওপর নির্ভর করবে। আছেন হার্ডহিটার গ্লেন ম্যক্সওয়েল। মূলত আইপিএলে খেলার সুবাদে অসিরা এখন অনেকটাই ভারতের কন্ডিশনে সঙ্গে মানিয়ে নিয়েছেন। জমাট লাড়ই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
×