ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝড়ো সেঞ্চুরিতে পান্ডিয়ার রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ আগস্ট ২০১৭

ঝড়ো সেঞ্চুরিতে পান্ডিয়ার রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ গলে অভিষেক ইনিংসে ৪৯ বলে ৫০, বল হাতে ১ উইকেট। কলম্বোয় দ্বিতীয় টেস্টে ২০ রান ও ২ উইকেট নেয়ার পর বিরাট কোহলি বলেছিলেন, ‘দলে ওর মতো একজন অলরাউন্ডার ভীষণ দরকার ছিল। পান্ডিয়া প্রতিভাবান, আসলেই অন্য ধাঁচের ক্রিকেটার।’ অধিনায়ক বাড়িয়ে বলেননি। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয়দিনে ঝড়ো-সেঞ্চুরির পথে রেকর্ডের অনেক কিছুই এলোমেলো করে দিয়েছেন হারদিক পান্ডিয়া। ৯৬ বলে খেলেছেন ১০৮ রানের ম্যারাথন ইনিংস। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। এরমধ্যে এক ওভারে ২৬ রানের পথেও নিজ দেশের পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন ২৩ বছর বয়সী গুজরাট তারকা। ফার্স্টক্লাসে অভিষেক সেঞ্চুরি টেস্ট দিয়ে- ভারতের ইতিহাসে মাত্র পঞ্চম ঘটনা এটি। এক কথায় পাল্লেকেলে স্টেডিয়ামে চার-ছক্কার রোশনাই ছুটিয়েছেন হারদিক হিমাংশু পান্ডিয়া। আট নম্বরে নেমে ঝড় বইয়ে দিয়েছেন লঙ্কান বোলারদের ওপর। ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ‘ইয়াং প্রডিজি’ হিসেবেই দেখা হচ্ছে। সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৮৬ বলে। ঝড়ো ইনিংস খেলে লাঞ্চ বিরতির পর ১০৮ রান করে ফিরেছেন লক্ষণ সান্দাকানের শিকার হয়ে। ৯৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৭টি দুর্দান্ত ছক্কা দিয়ে। যার ওপর ভর করে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৮৭ রানের বড় স্কোর গড়ে ভারত। ৮ নম্বরে নামা ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি হিসেবেই নাম লিখিয়েছে এই ইনিংস। এছাড়া সার্বিকভাবে নিজ দেশের ইতিহাসে টেস্টে এটি পঞ্চম দ্রুতগতির সেঞ্চুরি। প্রথমশ্রেণীতে পান্ডিয়ার আগের সর্বোচ্চ ছিল ৯০। অর্থাৎ সেঞ্চুরির শুরুটা একেবারে টেস্ট দিয়ে- বিজয় মাঞ্জরেকার, কপিল দেব, অজয় রতœ ও হরভজন সিংয়ের ভারত ইতিহাসে মাত্র পঞ্চম ঘটনা এটি। ১০৮ রানের মধ্যে পান্ডিয়া সেঞ্চুরি পূর্ণ করেন লাঞ্চের আগেই- এমন কীর্তিও অন্য কোন ভারতীয় ব্যাটসম্যানের নেই। ৮৬ বলে ১০০ পূর্ণ করেছেন পান্ডিয়া- সর্বোপরি বিদেশের মাটিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ২০০৬ সালে জর্জ আইল্যান্ডে ৭৮ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক তারকা ওপেনার বিরেন্দর শেবাগ। শ্রীলঙ্কার মাটিতেও এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৮১ বলের রেকর্ডটা সাবেক লঙ্কান তারকা মাহেলা জয়াবর্ধনের। এবার মিলিন্দা পুষ্পকুমারার দিকে ফেরা যাক। ১১৬তম ওভারের ঘটনা সেটি। একের পর এক ডেলিভারি হওয়ায় ভাসালেন পান্ডিয়া। ৪, ৪, ৬, ৬, ৬, ০। এক ওভারে ২৬ রান তুলে আরও একটি রেকর্ড বইয়ের পাতায় ঢুকে পড়লেন ভারতীয় অলরাউন্ডার। টেস্টে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ডে ভাগ বসালেন তিনি। এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ডটা ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার জর্জ বেইলির। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান শহীদ আফ্রিদির। ওভারে ২৬ রান করেছেন আরও চারজন। এরা হলেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান ও ব্রেন্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ার মিশেল জনসন ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। ভারতীয় কোন ব্যাটসম্যানের এক ওভারে নেয়া সর্বোচ্চ রানটি ছিল ২৪। সন্দীপ পাতিল ১৯৮২ সালে গড়েছিলেন সেই রেকর্ড। এরপর ১৯৯০ সালে তাকে স্পর্শ করেন আরেক কিংবদন্তি কাপিল দেব। এবার সেই কিংবদন্তিদেরই ছাড়িয়ে আসন দখল করে নিয়েছেন পান্ডিয়া। শেষ বলে শূন্য না হয়ে বাউন্ডারি নিলেই হয়তো ব্রায়ান লারা ও জর্জ বেইলিকে ছাড়িয়ে যেতে পারতেন।
×