ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুশফিক ইস্যুতে বুলসের মালিক ভুলুর দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জুলাই ২০১৭

মুশফিক ইস্যুতে বুলসের মালিক ভুলুর দুঃখ প্রকাশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) দল বরিশাল বুলসের মালিক এবং বিসিবির পরিচালক আবদুল আওয়াল চৌধুরী ভুলু অবশেষে দুঃখ প্রকাশ করলেন। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম বিপিএলের গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন। দশদিন আগে মুশফিকের পেশাদারিত্ব, শৃঙ্খলা ভঙ্গ এবং দায়িত্বজ্ঞান নিয়ে অভিযোগ করেছিলেন ভুলু। তা করা যে ঠিক হয়নি তা বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন ভুলু। ভুলু বলেছিলেন, ‘আমরা মুশফিককে নিয়ে আগ্রহী নই। তিনি খানিকটা এলোমেলো। তাছাড়া গেলবার সে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বোর্ডের কাছে চিঠিও দিয়েছে। আমরা তার কাছ থেকে এটা আশা করিনি।’ এরপর মুশফিক যেন ভেঙ্গে পড়েন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্না ঝরা কন্ঠে কথা বলেন। মুশফিক বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন আমাকে নিয়ে এমন প্রশ্ন ওঠে না। হ্যাঁ, মাঠের পারফর্মেন্স নিয়ে মন্তব্য করতে পারেন। বলতে পারেন আমি ভাল খেলোয়াড় নই। তবে আমার শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে তিনি (ভুলু) যে প্রশ্ন তুলেছেন কিংবা আমি খেলোয়াড়দের উজ্জীবিত করতে পারি না, টিম মিটিংয়ে কথা বলি না, এসব কথা খুব খারাপ লেগেছে।’ সঙ্গে মর্মাহত মুশফিক জানিয়েছিলেন, (ইসমাইল হায়দার) মল্লিক ভাই (বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব) বলছেন, ‘ওনারা ব্যাপারটা দেখবেন। আজ আমার সঙ্গে হয়েছে। কাল অন্যদের সঙ্গে যে হবে না, এ নিশ্চয়তা নেই। একজন খেলোয়াড় এতটুকু সম্মান আশা করতেই পারে। দেশকে এতদিন সেবা দিচ্ছি, এতটুকু সম্মান...।’ শেষ পর্যন্ত বিসিবি পরিচালক ও বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিয়ে ভুলু ও মুশফিকের সঙ্গে বসেছেন। তিনি বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে দেখেছেন ভুল বোঝাবুঝি হয়েছে। মল্লিক এ ইস্যুতে জানান, ‘বরিশাল বুলসের মালিক ওনার সঙ্গে মুশফিকের একটি কমেন্টস নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। যাতে মুশফিকও একটু কষ্ট পেয়েছিল। যাই হোক এটার ব্যাপারে আমরা তো গবর্নিং কাউন্সিল থেকে একটা চিঠি দিয়েছিলাম। উনিও চিঠির মাধ্যমে উত্তরও দিয়েছেন। এটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। এমনকি মুশফিকের সঙ্গেও বসেছি। এ ব্যাপারটাতে উনি পুরোপুরিভাবে দুঃখিত। এটা একটা ভুল বোঝাবুঝি। উনি মিন করে বলেছে তা না। অনাকাক্সিক্ষতভাবে ঘটনাটা ঘটে গেছে। মুশফিকও এটা স্পোর্টিংলি নিয়েছে। আমাদের গবর্নিং কাউন্সিলের সঙ্গে বসেছিল। সে এটা মেনে নিয়েছে। আমার মনে হয় এ ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে। ভবিষ্যতেও আমরা ফ্র্যাঞ্চাইজিদের বলব, সবাইকে বলব যেন প্রত্যেকেই নিজের অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কথা বলে। তাহলে ভবিষ্যতে আর এমন ভুল বোঝাবুঝি হবে না।’ মুশফিক এবার বরিশাল বুলস ছেড়ে রাজশাহী কিংসে খেলবেন। এমনটি জানার পরই আসলে ভুলু ঠিক থাকতে পারেননি। নিজেই জানিয়েছেন, ‘আমি তো স্পোটসম্যান। দীঘদিন খেলার সঙ্গে জড়িত। প্লেয়ার, অফিসিয়াল ছিলাম। প্লেয়ারদের অবশ্যই আমি ভালবাসি এবং জানি। ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে হঠাৎ যখন শুনলাম মুশফিক চলে যাবে (বরিশাল বুলস ছেড়ে) তখন নিজের কাছে খারাপ লাগল, আমাকে না বলে চলে যাবে। শেষ মুহূর্তে আমি এটা বলেছি। ওইভাবে মিন করে বলি নাই জিনিসটা। আমি নিজেও দুঃখিত এ ব্যাপারে। ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আমি আমার টিমের প্লেয়ার ও ক্যাপ্টেন হিসেবে ওকে বলা। নট ন্যাশনাল টিমের প্লেয়ার। আমি বোর্ড পরিচালক হিসেবে বলি নাই। হঠাৎ করে যখন শুনলাম ও আমার টিমে খেলবে না। আমার প্রত্যাশা ছিল ওকে নিয়ে টিম করব এবার। খেলবে না এই জিনিসটায় শক পেয়েছি আরকি।’
×