ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

প্রকাশিত: ০৬:৩০, ২ জুলাই ২০১৭

স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিট স্পেনকে হারিয়ে অনুর্ধ-২১ ইউরো ফুটবলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে জার্মানি। শুক্রবার পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকোতে অনুষ্ঠিত ফাইনালে মিশেল ওয়েজারের গোলের সৌজন্যে তারা ১-০ ব্যবধানে হারায় স্পেনকে। এটি জার্মানির বয়সভিত্তিক দলের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০০৯ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অপরদিকে হারের কারণে টানা চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয় স্পেন। ম্যাচের ৪০ মিনিটে রাইটব্যাক জেরেমি টোলিয়ানের ক্রসের বল হেডের মাধ্যমে স্প্যানিশ গোলরক্ষক কেপা এ্যারিজাবালাগার মাথার ওপর দিয়ে স্পেনের জালে জড়িয়ে দেন হার্থা বার্লিনের উইঙ্গার ওয়েজার। এরপর আর কোন দল গোল করতে না পারলে জয় নিয়েই মাঠ ছাড়ে মুলার-ওজিলদের উত্তরসূরিরা। ম্যাচ শেষে স্প্যানিশ দলের কোচ এবং রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার সাবেক মিডফিল্ডার আলবার্ট সেলাদেস বলেন, ‘গোলটি সবকিছু কঠিন করে দিয়েছে। প্রথমার্ধটি আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে আমরা সব চেষ্টাই করেছি। কিন্তু ওই প্রচেষ্টার সঙ্গে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে সময়। এই হারে আমরা অবশ্যই ব্যথিত। কারণ এটি ছিল ফাইনাল ম্যাচ। জার্মান দলটিও ছিল অসাধারণ। তারা চমৎকার ফুটবল খেলেছে।’ এদিকে ইনজুরিগ্রস্ত শীর্ষ স্ট্রাইকার ডেভিড সেলকেকে বাইরে রেখেই স্প্যানিশদের বিপক্ষে লড়াইয়ে নেমেছিল কোচ স্টেফান কাঞ্জের শিষ্যরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে অংশ নিতে না পারা ডিফেন্ডার নিকলাস স্টার্ককে একাদশে ফিরে পান তিনি। দারুণ উদ্যম নিয়ে স্পেন লড়াই শুরু করলেও জার্মানি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ধীর গতিতে। প্রথমার্ধে গোল পাওয়ার পর নিজেদের রক্ষণভাগকে তারা আরও কঠিন করে তোলে। যে কারণে প্রতিপক্ষ পরিকল্পিত কোন আক্রমণ রচনা করতে পারেনি। এদিকে ম্যাচ শেষে জার্মান কোচ কাঞ্জে বলেন, ‘ফাইনালে ছেলেরা যে দলগতভাবে শতভাগ উজাড় করে খেলবে, সে বিষয়ে আমাদের বিশ্বাস ছিল। সেটিই সত্যি হলো। আজ আমরা সেরা কৌশলের ম্যাচটি খেলেছি। যেখানে ছেলেরা দারুণ সাহসের পরিচয় দিয়েছে। আমরা যে পরিকল্পনা করেছিলাম তা সঠিকভাবে বাস্তবায়ন করেছে তারা। এমন একটি দলের সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’
×