ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফাইনাল ছাড়া কিছুই ভাবছে না জিদানের দল

প্রকাশিত: ০৬:১৩, ১০ মে ২০১৭

 ফাইনাল ছাড়া কিছুই ভাবছে না জিদানের দল

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস গড়া থেকে আর মাত্র দুই জয় দূরে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। চলমান ২০১৬-১৭ মৌসুমেও ফাইনালে এক পা দিয়ে রেখেছে। আজ রাতে ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোস, মার্সেলোরা। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি রিয়াল খেলবে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে তাদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে। সেমির প্রথম লেগে রোনাল্ডোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পায় রিয়াল। ফাইনালে নাম লেখানোর পর ট্রফি জিততে পারলেই ইতিহাস গড়বে রিয়াল। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে যে কোন দলের টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। রিয়ালের এই অগ্রগামীতা রুখতে পারবে কি এ্যাটলেটিকো? এজন্য গ্রিজম্যান, টোরেসদের ক্যারিয়ারের সেরাটা দেয়ার বিকল্প নেই। দলটির কোচ দিয়াগো সিমিওনে অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না। তিনি জানিয়েছেন, তিন গোলে পিছিয়ে থাকলেও তার দলের ফিরে আসার ক্ষমতা আছে। গত শনিবার এইবারের বিরুদ্ধে লা লিগায় ১-০ গোলে জয় পেয়ে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা নিশ্চিত করেছে এ্যাটলেটিকো। এরপর সিমিওনে বলেন, আমি খেলোয়াড়দের বলেছি কাজটা বেশ কঠিন। যেহেতু আমরা বিশ্বের সেরা দল ও যে দলটি প্রতিটি ম্যাচেই গোল করছে তাদের বিরুদ্ধে মাঠে নামছি। কিন্তু কোন কিছুই অসম্ভব নয়। আমি দলের ওপর আস্থা রাখতে চাই, আর সেটা চাই বলেই এই ধরনের কথা বলেছি। আমরা যদি একত্রিত থাকি এবং বুঝতে পারি এটা আমাদের মাঠের সেমিফাইনাল তবে অবশ্যই আমাদের সুযোগ আছে। চলতি সপ্তাহে লা লিগায় রোনাল্ডোকে বিশ্রামে রেখেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। আজ তাকে ফিরিয়ে আনছেন ফরাসী গ্রেট। আগামী মৌসুমে এ্যাটলেটিকো তাদের মুখোমুখি হবে নতুন হোম ভেন্যু হিসেবে ৬৭ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে। এ কারণে আজই ভিসেন্টে ক্যালডেরনে শেষ ইউরোপিয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক সমর্থকরাও পুণ্য উদ্যোমে তাদের প্রিয় দলকে সমর্থন করতে অপেক্ষায় আছে। দলটির অধিনায়ক গাবি জানিয়েছেন তারাও সমর্থকদের এই সমর্থনের প্রতিদান দিতে চান। তিনি বলেন, আরেকবার তারা আমাদের ছেড়ে কোথাও যায়নি। আমার দলের খেলোয়াড়দের ওপরও আমার আস্থা আছে। আশা করছি এবার ভাল কিছুই আমরা দিতে পারব। গত তিন বছরে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে এ্যাটলেটিকোকে দুইবার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। এবার ফাইনালে না হলেও দু’দলের দেখা হচ্ছে সেমিতে। প্রথম লেগ বড় ব্যবধানে জিতে আগামী ৩ জুন কার্ডিফের ফাইনালে অনেকটাই এগিয়ে আছে রিয়াল। তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন জিদান। এ্যাটলেটিকোর বিরুদ্ধে শিষ্যদের নিজেদের সেরাটা খেলতেই সতর্ক করে দিয়েছেন তিনি। যদিও জিদান জানেন গুরুত্বপূর্ণ সময়ে তার দলের জ্বলে ওঠার ক্ষমতা আছে। এ প্রসঙ্গে রিয়াল বস বলেন, গত নয় মাসে কেউ যদি প্রতিটি ম্যাচ খেলে তারপরও অনেক সময় খালি হাতে মৌসুম শেষ করতে হয়। তবে আমরা এর বিপরীত। শারীরিকভাবে আমরা এখনও শক্তিশালী। মৌসুমের শেষে এসে এটাই স্বস্তির বিষয়। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালই সবচেয়ে সফলতম দল। তারা রেকর্ড ১১ বার শিরোপা জিতেছে। এবারও জিততে চায় দলটি। দলটির ফুটবলার ভাসকেস এ প্রসঙ্গে বলেন, ইউরোপ ও চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচগুলোর সাথে রিয়াল মাদ্রিদের বিশেষ সম্পর্ক আছে। সমর্থকরাই চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বটা আমাদের বুঝিয়ে দেয়। আপনি যখন চ্যাম্পিয়ন্স লীগে কোন ম্যাচ খেলতে নামেন তখন শিহরিত হন। পৃথিবীতে এরচেয়ে ভাল অনুভূতি আর নেই। ঘরের মাঠে বড় জয় পেলেও ফিরতি লেগে স্বাগতিক এ্যাটলেটিকোকে সমীহ করছেন ভাসকেস। তিনি বলেন, এ্যাটলেটিকোর বিরুদ্ধে প্রতিটি ম্যাচই কঠিন। কারণ দারুণ সব খেলোয়াড় নিয়ে গড়া তারা দুর্দান্ত একটি দল। আমরা জানি, তাদের কিভাবে হারাতে হয়। এটা করতে সম্ভাব্য সবকিছু করতে চেষ্টা করব আমরা।
×