ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি মুশফিকের সেঞ্চুরি আর সৌম্যের ৭৩

প্রকাশিত: ০৬:২৩, ৩ মে ২০১৭

প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি মুশফিকের সেঞ্চুরি আর সৌম্যের ৭৩

স্পোর্টস রিপোর্টার ॥ সাসেক্সে প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহীম ও সৌম্য সরকার। মুশফিক সেঞ্চুরি করেছেন। আর সৌম্য ৭৩ রানের ইনিংস খেলেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই প্রস্তুতি ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সোমবার ডিউক অব নরফকের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচটিতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তবে টস জিতে বাংলাদেশ দল আগে ব্যাটিং করে। তাতে ব্যাটিং প্রস্তুতিটা ভালভাবেই সেরে নেয়। মুশফিকুর রহীম একাই অপরাজিত ১৩৪ রান করেন। আর সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৭৩ রান। তাতে বাংলাদেশ দলও ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রানের বড় স্কোর গড়ে। বাংলাদেশের ইনিংস শেষ হতেই নরফক ব্যাট হাতে নামে। ১৮ ওভারে দলটি কোন উইকেট না হারিয়ে ১০১ রান করতেই বৃষ্টি নামে। আর বল মাঠে গড়ায় না। তাতেই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। মাশরাফি বিন মর্তুজা দেশে ফিরে এসেছেন। স্ত্রী অসুস্থ থাকায় তার পাশে আছেন। এজন্য টেস্ট অধিনায়ক মুশফিক অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এখনও দলের সঙ্গে যোগ দেননি। ৫ মে’র পর যোগ দেবেন। মাশরাফি, সাকিব, মুস্তাফিজ ছাড়াই প্রস্তুতি ম্যাচে খেলতে নামে বাংলাদেশ দল। তবে তাদের অভাববোধ হয়নি। বল হাতে যেভাবে এগিয়ে চলেছে নরফক দলটি, তাতে বোলিং নিয়ে একটু শঙ্কা কাজ করছেই। তবে মূল খেলাগুলোতে পুরো শক্তির দলই নামবে। তাতে সমস্যা হওয়ার কথা না। ব্যাটিংটাই এবার আসল। আর মুশফিক ও সৌম্য দেখিয়ে দিলেন, এ কন্ডিশনে ব্যাটিং করা সম্ভব। মুশফিক সেঞ্চুরি ও সৌম্য হাফসেঞ্চুরি করার সঙ্গে ইমরুল কায়েস ৪৪, মেহেদী হাসান মিরাজ ৩১, নাসির হোসেন ২৬ রান করেছেন। সবাই ব্যাটিং প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিয়েছেন। শুক্রবার সাসেক্সের বিপক্ষেই বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। নরফকের চেয়ে সাসেক্স অনেক শক্তিশালী দল। এ দলের বিপক্ষে বাংলাদেশ কেমন করে সেদিকেই সবার দৃষ্টি থাকবে। ইংল্যান্ড দলটি প্রতিবছর আন্তর্জাতিক মৌসুম শুরু করার আগে প্রতিপক্ষ দলের বিপক্ষে নরফকের প্রস্তুতি ম্যাচ আয়োজন করে। নরফকের বিপক্ষে প্রতিপক্ষ ম্যাচ খেলে, তা দিয়েই আন্তর্জাতিক মৌসুম শুরু হয়। বাংলাদেশ দলও এই প্রথার মধ্যেই পড়েছে। যারা কাউন্টি দলে খেলার সুযোগ পান না, তাদের নিয়েই নরফক দলটি গঠন করা হয়। সাসেক্সে গিয়ে চারদিন নেটে ঘাম ঝরান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নামেন। টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তামিম ইকবাল খেলেননি। ওপেনিংয়ে নামেননি। তামিমের পরিবর্তে ইমরুল কায়েস ওপেনিংয়ে খেলতে নামেন। ইমরুল ও সৌম্য মিলে ১১.২ ওভারে ৭৩ রানের জুটি গড়েন। ইমরুল আউট হতেই এ জুটিটি ভেঙ্গে যায়। এরপর সাব্বির মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান যোগ করেন মুশফিক-সৌম্য। সৌম্য ৭৩ রান করে আউট হন। মুশফিক থাকেন শেষ পর্যন্ত অপরাজিত। ৯৮ বলে ১৪টি চার ও একটি ছয়ে ১৩৪ রানের ইনিংস সাজান মুশফিক। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ হন। মাত্র ৪ রান করেন। মাহমুদুল্লাহর আউটের পর অবশ্য নাসির (৩০ বলে ২৬ রান) ও মেহেদী হাসান মিরাজ (৩৪ বলে ৩১ রান) ভালই রান করেন। মুশফিককে সঙ্গও দিয়েছেন তারা দুইজনই। তাতেই বাংলাদেশ এত বিশাল রান স্কোরবোর্ডে যোগ করতে পারে। তবে ম্যাচটিতে সেঞ্চুরিয়ান মুশফিক ও ৭৩ রান করা সৌম্যই যেন আসল ব্যাটিং প্রস্তুতিটা সারতে পেরেছেন।
×