ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের সেমিফাইনাল নিশ্চিতের লড়াই

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ এপ্রিল ২০১৭

রিয়াল মাদ্রিদের সেমিফাইনাল নিশ্চিতের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে কোন দলের টানা দুই মৌসুম শিরোপা জয়ের নজির নেই। এবার সেই আরাধ্য রেকর্ড গড়ার হাতছানি রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ পরাশক্তিরা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। চলমান ২০১৬-১৭ মৌসুমেও আছে দারুণ ছন্দে। সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে জিনেদিন জিদানের দল। আজ রাতেই শেষ চার নিশ্চিত হয়ে যেতে পারে রোনাল্ডো, বেনজেমাদের। কেননা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে জার্মান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে ফেবারিট হিসেবেই মাঠে নামার অপেক্ষায় তারা। কেননা শেষ আটের প্রথম লেগ বেয়ার্নের মাঠ থেকে জিতে এসেছে রিয়াল। ওই জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে গ্যালাক্টিকোরা। আর তা হলে টানা সাতবার সেমিফাইনালে খেলার রেকর্ড গড়বে রিয়াল। চোটের কারণে ম্যাচটি খেলতে পারবেন না গ্যারেথ বেল। আজ রাতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ও স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতে এগিয়ে আছে এ্যাটলেটিকো। তবে ওই ম্যাচে গ্রিজম্যানের পেনাল্টি গোল নিয়ে অনেক বিতর্ক আছে। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ওই হারের বদলা নিয়ে ইতিহাস গড়ার সুযোগ থাকছে লিচেস্টারের। সে লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে ক্রেইগ শেক্সপিয়ারের দল। জিতলে এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগে খেলা লিচেস্টার প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে যাবে। ২০১৩ সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে বেয়ার্ন। এর পর টানা তিন মৌসুম সেমিফাইনালে শেষ হয়েছে বাভারিয়ানদের শিরোপা স্বপ্ন। তিনবারই তাদের বিদায় করে দিয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। এবারও হয় তো তার ব্যতিক্রম হবে না। এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ার আশঙ্কায় আছে জার্মানির শীর্ষ এই ক্লাব। শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে হলে তাদের কাটিয়ে উঠতে হবে এই স্প্যানিশ জুজু। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে বেয়ার্ন। এ কারণে সেমিফাইনালের পথেও এগিয়ে গেছে স্প্যানিশ পরাশক্তিরা। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচে বেয়ার্নের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আসর থেকে ছিটকে যাওয়ার জোরালো আশঙ্কা থাকলেও হাল ছেড়ে দিচ্ছেন না অধিনায়ক ফিলিপ লাম। বেয়ার্ন অধিনায়ক বলেন, এটা সহজ হবে না। আমরা পিছিয়েই আছি। কিন্তু মাদ্রিদে আমাদের জয়ের সুযোগও থাকবে। সাম্প্রতিক ইতিহাস অবশ্য বলছে পুরোপুরি ভিন্ন কথা। ২০১৩ সালের পর টানা তিন মৌসুম স্পেনে গিয়ে একটি ম্যাচও জিততে পারেনি বেয়ার্ন। টানা তিনবার হেরেছে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। তিনটি ম্যাচে একবারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি বেয়ার্নের তারকা ফরোয়ার্ডরা। গত বছরের সেপ্টেম্বরে শেষবারের মতো স্পেনে গিয়ে এ্যাটলেটিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে আসে বাভারিয়ানরা। এবার সেই স্প্যানিশ জুজু কাটিয়ে ওঠার জন্য বেয়ার্নের সমর্থকরা নিশ্চিতভাবেই বিশেষ নজর রাখবেন রবার্ট লেভানডস্কির দিকে। কাঁধের ইনজুরি কাটিয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে পারেন পোলিশ ফরোয়ার্ড। এবারের মৌসুমে ৪০ ম্যাচ খেলে তিনি করেছেন ৩৮ গোল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এর আগে জ্বলে উঠতেও দেখা গেছে লেভানডোস্কিকে। ২০১৩ সালে রিয়ালের জালে একাই চারবার বল জড়িয়েছিলেন তিনি। সেবার অবশ্য খেলেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। এবার বেয়ার্নের জার্সিতেও তিনি সেভাবেই জ্বলে উঠবেন, এমন প্রার্থনাই করছেন সমর্থকরা। ময়দানী যুদ্ধে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন লেভা। ফিরেছেন অনুশীলনেও। কাঁধের চোটের কারণে প্রথম লেগে খেলতে পারেননি লেভানডোস্কি। গত শনিবার জার্মান বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র হওয়া ম্যাচেও খেলতে পারেননি পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। তবে রিয়ালের মাঠে তার খেলার জোরালো সম্ভাবনা আছে। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে তাকে। বেয়ার্নের অফিসিয়াল ওয়েবসাইটে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, আমি ভাল আছি। দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে পারায় আমি খুবই সন্তুষ্ট। সবকিছু ঠিক আছে। প্রথম লেগে জোড়া গোল করে নায়ক বনে যাওয়া রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকেও বিশেষ নজর থাকছে সবার।
×