ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে হারের অপেক্ষায় পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৬

ব্রিসবেনে হারের অপেক্ষায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয়দিনেই ব্রিসবেন (ডে-নাইট) টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল, যখন পাকিস্তানকে ৪৯০ রানের অসম্ভব লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। দেখার ছিল সেটি কতটা প্রলম্বিত হয়। আজহার আলি, ইউনুস খান, আসাদ সফিকের সঙ্গে টেলএন্ডে মোহাম্মদ আমিরের দৃঢ়তায় সফরকারীরা ম্যাচটা কেবল পঞ্চমদিনে টেনে আনল, এই যা। চতুর্থদিন শেষে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৩৮২ রান। জয়ের জন্য আজ শেষদিনে মিসবাহ-উল হকদের চাই আরও ১০৮ রান, অস্ট্রেলিয়ার মাত্র ২ উইকেট। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই অতিথিদের ডুবিয়েছে। অসিদের ৪২৯-এর জবাবে ১৪২ রানে অলআউট হয় পাকিরা। আর ৫ উইকেটে ২০২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১এ হারের লজ্জার পর এই সিরিজ খেলছে স্বাগতিকরা। বৃষ্টি বা অভাবনীয় কিছু না ঘটলে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে যাওয়াটা স্মিথদের জন্য কেবলই সময়ের ব্যাপার। ২ উইকেটে ৭০ রান নিয়ে রবিবার দ্বিতীয় ইনিংসের খেলা শরু করে পাকিস্তান। দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলি ও ইউনুস খান এদিন দারুণ শুরু করেন। তৃতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ করেন দু’জনে। এক পর্যায়ে ৩ উইকেটে ১৬৫তে পৌঁছে যায় সফরকারীদের সংগ্রহ। ৭১ রান করা আজহারকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন দিনের সেরা বোলার মিচেল স্টার্ক। এরপর মিসবাহ থিতু হতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে জ্যাকশন বার্ডের শিকারে পরিণত হন পাকিস্তান অধিনায়ক। যখন দলের স্কোর ১৭৩। সাম্প্রতিক হতাশা কাটিয়ে ফর্মে ফেরা ইউনুস খান ক্যারিয়ারের ৩২তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। কিন্তু সেটিকে দীর্ঘয়িত করতে পারেননি। শেষ পর্যন্ত ৬৫ রান করে স্পিনার নাথান লেয়নের স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। এই হাফ সেঞ্চুরির আগে নিজের শেষ ছয় ইনিংসে ইউনুসের মোট রান ছিল ১৬, দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন একবারই। হারের ব্যবধান কমাতে শেষ দিকে বড় অবদান সফিক ও আমিরের। সপ্তম উইকেটে ৯২ রান যোগ করেন তারা। আমির আউট হন ৪৮ রান করে। চরম বিপদের মাঝে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়ে ঠিক ১০০ রানে অপরাজিত সফিক। অষ্টম উইকেট জুটিতে ওয়াহাব রিয়াজকে নিয়ে ৬৬ রান এনে দেন তিনি। ওয়াহাব আউট হয়েছেন ৩০ রানে। ৩টি করে উইকেট দুই পেসার স্টার্ক ও বার্ডের। ২ উইকেট স্পিনার লেয়নের। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪২৯/১০ (১৩০.১ ওভার; স্মিথ ১৩০, হ্যান্ডসকম্ব ১০৫, রেনশ ৭১, ওয়ার্নার ৩২, লেয়ন ২৯, খাজা ৪, ওয়েড ৭; আমির ৪/৯৭, ওয়াহাব ৪/৮৯, ইয়াসির ২/১২৯) ও দ্বিতীয় ইনিংস ২০২/৫ ডিক্লেঃ (৩৯ ওভার; খাজা ৭৪, স্মিথ ৬৩, হ্যান্ডসকম্ব ৩৫, ওয়ার্নার ১২; রাহাত ২/৪০, আমির ১/৩৭)। পাকিস্তান প্রথম ইনিংস ১৪২/১০ (৫৫ ওভার; সরফরাজ ৫৯*, আসলাম ২২, আজহার ৫, বাবর ১৯, ইউনুস ০, মিসবাহ ৪, শফিক ২, ওয়াহাব ১, আমির ২১; স্টার্ক ৩/৬৩, হ্যাজলউড ৩/২২, বার্ড ৩/২৩) ও দ্বিতীয় ইনিংস ৭০/২ (৩৩ ওভার; আজহার ৪১*, সামি ১৫, বাবর ১৪, ইউনুস ০*; স্টার্ক ১/২৮, লেয়ন ১/১৩) ও দ্বিতীয় ইনিংস ৩৮২/৮ (১২৩ ওভার; সফিক ১০০*, আসলাম ১৫, আজহার ৭১, বাবর ১৪, ইউনুস ৬৫, মিসবাহ ৫, সরফরাজ ২৪, আমির ৪৮, ওয়াহাব ৩০, ইয়াসির ৪*; স্টার্ক ৩/৯৭, বার্ড ৩/৯৪, লেয়ন ২/১০০) ** চতুর্থদিন শেষে
×