ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্বপ্নের ব্যালন ডি’অর ছোঁয়ার অপেক্ষায় রোনাল্ডো

প্রকাশিত: ০৭:১০, ১২ ডিসেম্বর ২০১৬

স্বপ্নের ব্যালন ডি’অর ছোঁয়ার অপেক্ষায় রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ আজই ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং এ্যান্তোনি গ্রিজম্যানদের হারিয়ে এই পুরস্কার জিততে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এ বছরই আলাদা হয়ে গেছে ফিফা এবং ব্যালন ডি’অর পুরস্কার। এবার তারা আলাদা আলাদাভাবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেবে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কার দেবে জানুয়ারিতে। তবে সাপ্তাহিক ফ্রান্স ফুটবল তাদের বর্ষসেরা ব্যালন ডি’অর পুরস্কার দেবে আজ। এই দুই পুরস্কারের ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। তবে ফ্রান্স ফুটবল কর্তৃক বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণার সপ্তাহখানেক আগেই অবশ্য ফাঁস হয়ে যায় এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। আর এই তথ্য ফাঁস করে দেয় স্পেনের পত্রিকা ‘মুন্ডো দেপোর্তিভো’। বার্সিলোনাভিত্তিক এ পত্রিকা গত সপ্তাহেই জানিয়ে দেয় যে, লিওনেল মেসিকে টপকে এবারের ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ নাকি বিষয়টি নিশ্চিত করে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি। তারা আরও জানায়, বৃহস্পতিবার ফ্রান্স ফুটবলের কয়েকজন প্রতিনিধি মাদ্রিদে যাবেন। তারা সেখান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি সাক্ষাতকার নেবেন। সেখানে তাকে খবর গোপন রাখার শর্তে পুরস্কার জয়ের ব্যাপারটি জানান হবে। আর রোনাল্ডোর ওই সাক্ষাতকার পরে তারা প্রচার করবে। বার্সিলোনার ত্রাইকার লিওনেল মেসি পাঁচ এবং রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনবার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন। গত মৌসুমে শিরোপা ও নৈপুণ্যের বিচারে এবারের ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে অধিকাংশ বিশেষজ্ঞের বাজি রোনাল্ডো। কারণ গত মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উপহার দিয়েছেন। যেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এ বছর নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো ইউরোর শিরোপা এনে দেন। ব্যালন ডি’অর জয়ে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী বার্সিলোনার লিওনেল মেসি তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ এবং এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার এ্যান্তোনি গ্রিজম্যান। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন। ক্লাবের হয়ে ৫৩ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৫৯ গোল। আর গ্রিজম্যান ক্লাব ফুটবলের পাশাপাশি নজর কুড়িয়েছেন ইউরোতেও। টুর্নামেন্টের পুরোটা সময় জুড়েই আলো ছড়িয়েছেন এ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরাসী তারকা। এর আগে একত্রেই প্রদান করা হতো ফিফা ব্যালন ডি’অর জয়ী পুরস্কার। কিন্তু ফিফার সাথে ব্যালন ডি’অরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এ বছর। ফলে বিশ্বসেরা ফুটবলের খেতাব দেয়ার নিয়মে দুই প্রতিষ্ঠানই ফিরে গেছে আগের নিয়মে। রোনাল্ডো এবার ফিফার তালিকাতেও ফেবারিট। তার সঙ্গে অনুমিতভাবেই এই তালিকায় আছেন সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং বার্সিলোনারই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আগামী বছরের ৯ জানুয়ারি জুরিখে অনুষ্ঠিত হবে সেরা ফিফা ফুটবল এ্যাওয়ার্ডের অনুষ্ঠান। জানিয়ে রাখা ভাল যে, বর্ষসেরা পুরুষ ফুটবলারসহ মোট আটটি বিভাগে দেয়া হবে বর্ষসেরাদের পুরস্কার।
×