ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেখ জামাল-ব্রাদার্স এবং আবাহনী-শেখ রাসেল মুখোমুখি

প্রকাশিত: ০৬:৪৩, ১০ ডিসেম্বর ২০১৬

শেখ জামাল-ব্রাদার্স এবং আবাহনী-শেখ রাসেল মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ কদিন বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে’র খেলা। ঢাকায় আজ থেকে শুরু হবে উনবিংশ রাউন্ডের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টা বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। একই ভেন্যুতে পরের ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ১১ বারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। সবচেয়ে বড় কথাÑ চলতি লীগে একমাত্র অপরাজিত দল তারাই। বাকি চার ম্যাচে কমপক্ষে সাত বা আট পয়েন্ট পেলেই শিরোপা জেতা নিশ্চিত করে ফেলবে আবাহনী। এদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে একবারের লীগ শিরোপাধারী রাসেল। প্রথম লেগে তো জয়হীন থেকে এবং পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিস্ময়ের জন্ম দিয়েছিল রাসেল। লীগ থেকে অবনমনের শঙ্কাও ছিল। পরে কোচ বদল করে এবং মধ্যবর্তী দলবদলে নতুন খেলোয়াড় এনে ঘুরে দাঁড়াতে শুরু করে রাসেল। দ্বাদশ স্থান থেকে এখন তাদের মোটামুটি উন্নতিই হয়েছে বলতে হবে। উল্লেখ্য, প্রথম লেগে আবাহনী-রাসেল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। শিরোপা হাসিলের দ্বৈরথে ঢাকা আবাহনীকে যে দলটি চ্যালেঞ্জ জানাতে পারে, তারা হলো চট্টগ্রাম আবাহনী। তারা ৫ পয়েন্ট পিছিয়ে আছে ঢাকা আবাহনীর চেয়ে। তবে শেখ রাসেলকে অবজ্ঞা করা সমীচীন মনে করছে না কোন দলই। কেননা দ্বিতীয় লেগে গত ৬ ম্যাচের একটিতেও হারেনি তারা। ফলে তাই আজ রাসেলকে সমীহ করেই খেলতে হবে আবাহনীকে। অপরদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শিরোপা রেসে ক্ষীণ হলেও এখনও টিকে আছে তারা। তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরেকটু সুদৃঢ় করা। উল্লেখ্য, প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল জামাল-ব্রাদার্সের। জামাল জিতেছিল ৫-৪ গোলে। নতুন চুক্তি সুয়ারেজের স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে লা লিগায় নতুন করে ঠিকানা গড়েন লুইস সুয়ারেজ। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকারকে। গত মৌসুমেও স্পেনের জায়ান্ট ক্লাবটির পক্ষে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে দারুণ সময় পার করছেন হালের অন্যতম এই সেরা স্ট্রাইকার। তাকে বার্সা লম্বা সময়ের জন্য রেখে দিচ্ছে, এমনটা বলে আসছিলেন ফুটবলবোদ্ধারা। তাদের ধারণাই এবার সত্যি হলো। সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত করেছে বার্সা। নতুন এই চুক্তিটা ৬ বছরের জন্য। অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত ন্যুক্যাম্পেই থাকছেন সুয়ারেজ। সুয়ারেজের বর্তমান বয়স ২৯। তার মানে বার্সা ছাড়ার সময় উরুগুইয়ান স্ট্রাইকারের বয়স দাঁড়াবে ৩৫ বছর। সুয়ারেজের সাম্প্রতিক পারফর্মেন্সই বার্সার কর্তাদের নজর কেড়েছে। সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তির বিষয়টা নিশ্চিত করেছেন বার্সিলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বড়দিনের দারুণ উপহারই হবে। তবে সুয়ারেজের জন্য তা প্রয়োজন নেই, কারণ সে জানে যে বার্সায় আরও কয়েক বছর খেলছে। এটা ফুটবল ভক্তদের জন্য উপহার। আমরা তাকে দীর্ঘ সময়ের জন্য চাই। এখন তার চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এছাড়া অবসরের পরও বার্সার সঙ্গে যুক্ত থাকতে চাইলে বার্সা তাকে স্বাগত জানাবে।’ ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব লিভারপুল ছেড়ে বার্সিলোনায় পাড়ি জমান লুইস সুয়ারেজ। স্পেনের ক্লাবটিতে এসেই নেইমার-মেসির সঙ্গে দারুণ জুটি বেঁধেছেন তিনি। বার্সার এই ত্রিফলা পরিচিতি লাভ করেছে ‘এমএসএন’ ত্রয়ী নামে। বিশ্বফুটবলের সেরা আক্রমণভাগও এখন তারা। তাদের অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে তারা। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছে মেসি-নেইমার-সুয়ারেজরা।
×