ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফের ফেনী সকারে ধাক্কা মোহামেডানের

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ নভেম্বর ২০১৬

ফের ফেনী সকারে ধাক্কা মোহামেডানের

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, ফেনী সকার ১-১ মোহামেডান স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বেহাল দশা অব্যাহত ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অবনমনের শঙ্কায় থাকা সাদা-কালো জার্সিধারীরা দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে। কিন্তু পরের ম্যাচগুলোতে আবারও চেনা ছন্দে কোটি কোটি সমর্থকপুষ্ট দলটি। চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হারের পর দুর্বল ফেনী সকারের বিরুদ্ধেও জয় খুঁজে পায়নি আমিরুল ইসলাম বাবুর দল। শনিবার বিকেলে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করে মোহামেডান। মোহামেডানের হয়ে গোল করেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি। আর সকারের সমতাসূচক গোলদাতা উছে ফেলিক্স। গত ২ আগস্ট দু’দলের প্রথম লেগের ম্যাচটিও ড্র হয়েছিল। সেবার স্কোরলাইন ছিল গোলশূন্য। এই ড্র’তে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থাকলো মোহামেডান। অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে পূর্বের ১১তম অবস্থানেই ফেনী সকার। ম্যাচের শুরুতে তুলনামূলক আক্রমণাত্মক খেলে ফেনী সকার। দশম মিনিটে দারুণ একটা সুযোগও সৃষ্টি করে তারা। নাইজিরিয়ান মিডফিল্ডার উছে ফেলিক্সের শট অল্পের জন্য জাল খুঁজে পায়নি। ১৩ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড টুয়াম ফ্রাঙ্কের শট প্রতিপক্ষ ডিফেন্ডারদের গায়ে লেগে চলে যায় বাইরে। ১৬ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে ঢুকে ভাল একটি পাস দিয়েছিলেন ফ্রাঙ্ক। কিন্তু বক্সে দাঁড়ানো সতীর্থ ফুটবলাররা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের ২০ মিনিটে প্রথম সুযোগ আসে মোহামেডানের। কিন্তু ডি বক্সে বল পেয়েও মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ২৫ মিনিটে চমৎকার স্কয়ার পাসে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে শট নেন টুয়াম ফ্রাঙ্ক। তবে বল চলে যায় বারের ওপর দিয়ে। ৩৯ মিনিটে মোহামেডানের ডিফেন্ডার শাহিনূর রহমানের জার্র্সি টেনে ধরেন সকারের পারভেজ। রেফারি হলুদ কার্ড এবং ফ্রি কিকের নির্দেশ দেন। ডি বক্সের খুব কাছেই ফ্রি কিকটা পায় সাদা-কালোরা। সেনেগালের ডিফেন্ডার ইয়াইয়া সাইয়ের ফ্রি কিক লাফিয়ে উঠে নিজের নিয়ন্ত্রণে নেন সকারের গোলরক্ষক। ৪৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরাকে একইভাবে জার্সি টেনে ধরেন ফেনীর মিডফিল্ডার সুসান্ত ত্রিপুরা। ক্যামেরুনের মিডফিল্ডার পেট্রিচের ফ্রি কিক বক্সে সতীর্থ ফুটবলাররা আয়ত্তে নেয়ার আগেই বল ক্লিয়ার করেন ফেনীর ডিফেন্ডাররা। এর কিছুক্ষণ পর ইসমাইল বাঙ্গুরা বল নিয়ে ফেনীর পেনাল্টি সীমনায় ঢুকে যাবার আগে আবারও জার্সি টেনে ধরেন ফেনীর ডিফেন্ডার ইফতেখারুল আলম শাকিল। রেফারি হলুদ কার্ড দেখান শাকিলকে। এবারও ফ্রি কিকের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় মোহামেডান। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর শুরু থেকেই সকারের অর্ধে আক্রমণের ঢেউ বইয়ে দিতে থাকে মোহামেডান। যার ফলও পায় তারা। ৪৯ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে মোহামেডানের ডিফেন্ডার ইমদাদুল হক মনুর শট ফিরিয়ে দেন সকারের গোলরক্ষক। ৫০ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে মোহামেডানের ইয়া ইয়া সাইয়ের বাড়িয়ে দেয়া বল বক্সে পেয়ে শট নেন সতীর্থ খেলোয়াড়। প্রতিপক্ষ ডিফেন্ডারদের গায়ে লেগে বল বক্সের বাইরে চলে যায়। বল পেয়ে যান মোহামেডানের মিডফিল্ডার মাসুক মিয়া জনি। ৫২ মিনিটে কাক্সিক্ষত গোল পায় মোহামেডান। বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে মোহামেডানকে এগিয়ে নেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি (১-০)। তবে আনন্দটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সাদা কালো জার্সিধারীদের। ৫৬ মিনিটে হিমুর পাসে ডি বক্সে বল পেয়ে বাঁপায়ে লক্ষ্যভেদ করেন ফেনীর উছে ফেলিক্স (১-১)। বাকি সময়ে দু’দলই গোলের একাধিক সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচটি।
×