ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাস বেড়েছে মোসাদ্দেকের

প্রকাশিত: ০৬:৩৩, ৪ অক্টোবর ২০১৬

আত্মবিশ্বাস বেড়েছে মোসাদ্দেকের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ক্রিকেটে টানা দুর্দান্ত নৈপুণ্য, একাধারে ব্যাট ও বল হাতে উজ্জ্বলতা ছড়িয়েছিলেন। শেষ পর্যন্ত আর মোসাদ্দেক হোসেন সৈকতকে উপেক্ষা করা যায়নি। এবার আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ঠাঁই করে নিয়েছেন এবং দ্বিতীয় ওয়ানডেতেই অভিষেক হয়েছে ৫০ ওভারের আন্তর্জাতিক ফরমেটে। ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান করার পর বল হাতে দুই উইকেট নিয়েছেন। এরচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন যা ওয়ানডে ক্রিকেটে মাত্র ২৪তম নজির। পরের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিয়েছেন মূল্যবান একটি উইকেট। শুরুটা ভাল হওয়াতে আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে আত্মবিশ্বাস বেড়েছে দাবি করলেন ২০ বছর বয়সী এ তরুণ। সেই আত্মবিশ্বাসেই ভাল খেলার লক্ষ্যে মাঠে নামবেন মোসাদ্দেক। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম কন্ডিশনে নিজেদের ফেবারিট দাবি করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ আশা করছেন তিনি। যেহেতু বাংলাদেশ দল টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে সে কারণে মোসাদ্দেক দাবি করলেন আবারও সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এসব কথা বলেন তিনি। দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর এখন ইংল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন মোসাদ্দেক। বেশ কয়েকদিন সময়ও আছে সিরিজ শুরুর আগে। সে কারণে প্রতিপক্ষকে বুঝে ওঠার যথেষ্ট সময় আছে বলে মনে করেন তিনি। মোসাদ্দেক বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মানসিক প্রস্ততি আমি আজ (সোমবার) থেকে শুরু করেছি যে কিভাবে খেলব না খেলব, কি করব না করবÑ প্রস্তুতি নিচ্ছি। ২-৩ দিন বিরতি পেলে সেটা চাপ হয়ে যেত। ৬-৭ দিন বিরতি পাওয়ায় খুব ভাল হয়েছে। বাড়তি অনুশীলনের সুযোগ পাচ্ছি। আমাদের কয়েকজন প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রতিপক্ষকে জানার জন্য ভাল সুযোগ এটা। তাদের দুর্বল জায়গা বুঝতে পারব এবং বুঝব দেশের মাটিতে তাদের বিপক্ষে কিভাবে খেলব। আমাদের কন্ডিশনে আমরা অনেক ফেবারিট। আমি বিশ্বাস করি আমাদের কন্ডিশনে আমরা ভাল করব।’ আফগানদের বিরুদ্ধেই কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়েছে। এবার বড় প্রতিপক্ষ ইংল্যান্ড যারা কিছুদিন আগেই ঘরের মাটিতে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ওয়ানডে সিরিজে। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘ইংল্যান্ড আফগানিন্তানের চেয়ে অনেক ভাল দল। আমাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। আমরা আশা করছি যে আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি, আমরা সিরিজ জয়ের লক্ষ্যেই নামব। দীর্ঘ ৯-১০ মাস পর ওয়ানডে খেলতে নেমেছিলাম বলেই প্রথম দুই ম্যাচে আমাদের একটু সমস্যা হয়েছিল। শেষ ম্যাচে আমরা খুব ভালভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট যে ইংল্যান্ড সিরিজের আগে ভাল একটি ম্যাচ খেলতে পেরেছি। সবাই ব্যক্তিগতভাবে পরিকল্পনা করছে হয়ত কে কিভাবে খেলবে। পরিকল্পনা তখনই বাস্তবায়ন করতে পারব যখন মাঠে ভাল খেলব।’ মূলত অলরাউন্ডার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। ব্যাট হাতে গত কয়েক মৌসুমে ঘরোয়া আসরগুলোয় দুর্দান্ত সাফল্য পেলেও প্রায় টেলএন্ডার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে তার। তবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই তেমন অস্বস্তিতে ছিলেন না। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে তো অলরাউন্ডার হিসেবেই দলে সুযোগ পেয়েছি। ব্যাটিং ছিল প্রথম অংশ। পরে বোলিং। মাশরাফি ভাই আমাকে বলেছিলেন যে- জায়গায় বল কর, ডট বল করার চেষ্টা কর। আমি চেষ্টা করেছি রান আটকাতে। ওই সময়টায় সফল হতে পেরেছি। আমি যখন প্রিমিয়ার লীগে ভাল খেললাম, তখনই মানসিক প্রস্তুতি ওইরকম ছিল যে লোয়ার অর্ডারে ব্যাট করতে হবে। আমার কাছে দলই আগে। দলের চাওয়া অনুযায়ী যেখানে ব্যাট করতে হবে, সেখানেই করব।’ প্রিমিয়ার লীগে ভাল করার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন মোসাদ্দেক। আর কোচ চন্দিকা হাতুরাসিংহেও তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে প্রিমিয়ার লীগ শেষ করার পর থেকেই আমার মনে হচ্ছিল আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত আছি। অভিষেক ম্যাচের আগে কোচ আমাকে বলে দিয়েছিলেন যে- প্রথম ম্যাচ, পারফর্মেন্স নিয়ে চিন্তা করো না। তোমার স্বাভাবিক খেলাটা খেল, উপভোগ কর। এটা খুব ভাল হয়েছে যে আফগানিস্তানের সঙ্গে সুযোগ পেয়েছি এবং শুরুটা ভাল হওয়াতে আন্তর্জাতিক ম্যাচের জন্য আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে।’
×