ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উৎসবের মঞ্চে বিবর্ণ ভারত

প্রকাশিত: ০৬:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

উৎসবের মঞ্চে বিবর্ণ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ উৎসবের মঞ্চ বললেও হয়ত কম বলা হবে। কানপুরে নিজেদের ৫০০তম টেস্টে উপস্থিত ভারতের সাবেক সব অধিনায়ক। শচীন টেন্ডুলকর, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি, কে নেই সেখানে? কিন্তু দু’দিনে মাঠের ক্রিকেটে-দ্যুতি মেলে ধরতে পারেননি বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে অতিকষ্টে ৩১৮ রানে অলআউট স্বাগতিকরা। এরপর বৃষ্টির কারণে শুক্রবার দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৫৪ ওভার, সেখানে ৪৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে ভালই এগোচ্ছে সফরকারী নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনের পুরো খেলাই ভেসে গেছে, তার আগে কিউইদের ব্যাটিং এগিয়েছে মসৃণ গতিতে। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৫) ও টম লাথাম (৫৬)। ৩৫ রানে গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। পেসার উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হন কিউই ওপেনার। এরপর লাথাম-উইলিয়ামসন অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে যোগ করেন ১১৭ রান। লাথাম অবশ্য ৪৭ রানেই ফিরতে পারতেন। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বলে সুইপ করেছিলেন, বল তার বুটে লেগে শর্ট লেগ ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডার লোকেশ রাহুল অনেক চেষ্টার পর সেটি হাতে জমাতে পারেন।। বল লাথামের বুটে লাগার আগে কিংবা পরে মাটিতে পড়েছে কিনা, তা দেখতে থার্ড আম্পায়ারকে কল করা হয়। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, মাটি ছোঁয়নি বল, তবে ক্যাচ নেয়ার আগে রাহুলের হেলমেটের গ্রিলে লেগেছে। ক্রিকেট আইনের ৩২.৩ ধারায় বলা আছে, ক্যাচ নেয়ার আগে বল ফিল্ডারের হেলমেট ছুঁয়ে গেলে ওই ক্যাচ বৈধ হবে না। তাই বেঁচে যান লাথাম! বাকি সময় স্বাগতিক বোলারদের ঠিকই হতাশায় ডুবিয়েছেন। সকালে ভারতের শেষ জুটি আগের দিনের রানের সঙ্গে আরও ২৭ রান যোগ করেন। ১১ নম্বর ব্যাটসম্যান উমেশ যাদব নিল ওয়াগনারের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিতেই শেষ ভারতের ইনিংস। এ সময় ৪২ রানে অপরাজিত ছিলেন নয় নম্বরে নামা জাদেজা। প্রথম দিনে একপর্যায়ে ১ উইকেটে ১৫৪ তুলে ফেলা ভারত ২৯১Ñএ ৯ উইকেট হারায়। এ নিয়ে রুষ্ট সাবেক অধিনায়ক সৌরভ বলেন, ‘কিউই বোলাররা যেভাবে কোহলিদের তিন শ’তে বেঁধে রাখল, তার প্রশংসা করতেই হয়। উইকেটের দোহাই দিয়ে নিজেদের দোষ ঢাকার উপায় নেই। প্রতিপক্ষ ভাল বল করেছে, কিন্তু আমরা তার জবাব দিতে পারিনি। দ্বিতীয় ইনিংসে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে।’ বলেন তিনি। সিরিজে ভারত-নিউজিল্যান্ড তিনটি টেস্ট খেলবে। শুরুতেই ঐতিহাসিক ৫০০তম ম্যাচে কোহলির দল কিছুটা হলেও চাপে, তবে পাঁচ দিনের ম্যাচে পূর্বানুমান এখনই সম্ভব নয়। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩১৮/১০ (৯৭ ওভার; বিজয় ৬৫, পুজারা ৬২, জাদেজা ৪২*, অশ্বিন ৪০; বোল্ট ৩/৬৭, স্যান্টনার ৩/৯৪) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ১৫২/১ (৪৭ ওভার; উইলিয়ামসন ৬৫*, লাথাম ৫৬*; যাদব ১/২২)।
×