ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

প্রকাশিত: ০৬:৪১, ৩১ জুলাই ২০১৬

তিন সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ দেড় বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে টপ-লেবেলের সঙ্গে নিজেদের পার্থক্য টের পেল জিম্বাবুইয়ে। বুলাওয়েতে স্বাগতিক বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল অতিথি কিউই ব্যাটসম্যানরা। টম লাথাম (১০৫), রস টেইলর (১৭৩*) ও বিজে ওয়াটলিংয়ের (১০৭) তিন-তিনটি সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেটে ৫৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতে জিম্বাবুইয়েকে করতে হবে ৪১২ রান, অথচ ১৭ রানেই ৪ উইকেট হারিয়ে ‘বেসামাল’ গ্রেয়ামে ক্রেমারের দল! দুই ম্যাচ সিরিজের প্রথম দিন থেকেই দু’দলের ব্যবধান ফুটে ওঠে। অতিথি পেসারদের তা-বে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয় জিম্বাবুইয়ে। অতঃপর তিনদিনেই স্বাগতিকদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা! ৪ উইকেটে ৩১৫ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করে কিউইরা। মাত্র ২ উইকেট হারিয়ে এদিন আরও ২৬১ রান যোগ করে কেন উইলিয়ামসনের দল। সেঞ্চুরি তুলে নেন টেইলর ও ওয়াটলিং। ষষ্ঠ উইকেটে ৬৪.৫ ওভার অবিচ্ছিন্ন ২৫৩ রান যোগ করেন তারা। চা বিরতির পর টেইলর দেড় শ’ এবং ওয়াটলিং সেঞ্চুরির কাছাকাছি দাঁড়িয়ে থাকায় অতিথিরা কখন ইনিংস ঘোষণা করে সেটিই ছিল দেখার বিষয়। ১০৭ রান করে ওয়াটলিং (টেস্টে তার ষষ্ঠ সেঞ্চুরি) আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষণাটা দেয় নিউজিল্যান্ড। অথচ অপরপ্রান্তে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি থেকে তখন মাত্র ২৭ রান দূরে টেইলর। অনেকে অবাক হয়েছেন। কারণ এমন নয় যে , এই জিম্বাবুইয়েকে দুইদিনে অলআউট করা সম্ভব নয়! ৭০তম টেস্টে অভিজ্ঞ টেইলরের এটি ১৪তম সেঞ্চুরি। পেশাদারী মনোভাবের পরিচয় দিয়ে টেইলর নিজেই হয়ত ইনিংস ঘোষণা দেয়ার সিদ্ধান্ত দিয়েছেন। কিউইরা এমনই। তাদের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়টাই বড়। সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়। প্রতিপক্ষকে জয় উপহার দিতে জিম্বাবুইয়েরও বোধ হয় তর সইছে না! নইলে এমন জঘন্য ব্যাটিং? ট্রেন্ট বোল্ট-টিম সাউদির পেস তা-বে দিশেহারা ক্রেমাররা। অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজাকে (৪) তুলে নিয়ে শুরুটা করেন বোল্ট। বিধ্বংসী স্পেলে ব্রায়ান চারি (৫) আর প্রিন্টস মাসভারিকেও (০) ফেরান তিনি। তাতেই চতুর্থ ওভারে ৪ উইকেট নেই জিম্বাবুইয়ের!
×