ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এ্যান্টিগায় কোহলির দিন

প্রকাশিত: ০৬:১৭, ২৩ জুলাই ২০১৬

এ্যান্টিগায় কোহলির দিন

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এর চেয়ে ভাল দৃশ্যের অবতারণা আর হতে পারত না। ম্যাচ শুরুর একদিন আগে ভিভের সঙ্গে বিরাট কোহলির আলাপচারিতার ছবি দিয়ে তার ক্যাপশনে লেখা হয়েছিল, ‘গ্রেট ভিভের সঙ্গে আধুনিক ভিভ।’ ওয়েস্ট ইন্ডিয়ানদের অনেকে মনোক্ষুণœœ হতে পারেন, তবে টি২০, পঞ্চাশ ওভার বা পাঁচদিনের ক্রিকেটÑ কোহলি যে ধাঁচের ব্যাটিং করছেন, তাকে এ যুগের ভিভ বলাই যায়। প্রমাণের জন্য একদিনের বেশি সময় নেননি এই ‘ক্রেজিবয়’। এ্যান্টিগায় চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির স্থাপন করেছেন ভারত টেস্ট অধিনায়ক। ৪ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৩০২, কোহলি অপরাজিত ১৪৩। এ্যান্টিগা তো বটেই, ক্যারিবীয় দ্বীপে ‘নেতৃত্বের’ অভিষেকে কোন ভারতীয় ক্রিকেটারের যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও। কোহলি যখন ক্রিজে আসেন ২৮ ওভারে ৭৪ রান তুলতে ২ উইকেট হারিয়ে ভারত তখন চাপের মুখে। রানের চাকা শ্লথ, তখনই শিখর ধাওয়ানকে নিয়ে ঘুরে দাঁড়ালেন। তৃতীয় উইকেটে ১০৫ রান যোগ করার পর ধাওয়ান ফেরেন ব্যক্তিগত ৮৪Ñএ। কিন্তু কোহলি খেলেছেন স্বভাবসুলভ স্টাইলে। হাফসেঞ্চুরি ৭৪ বলে, সেঞ্চুরিতে পৌঁছাতে পরের ৫০ রান এসেছে মাত্র ৬০ বলে। রাহানে ২২ রান করে ফেরার পর ‘নাইটওয়াচম্যান’ রবিচন্দ্রন অশ্বিনকে (২২*) নিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন কোহলি। প্রথম দিন শেষে ১৯৭ বলে ১৬ চারের সাহায্যে ১৪৩ রান নিয়ে অপরাজিত অধিনায়ক। নেতৃত্ব পেয়েছেন বেশিদিন হয়নি, ২০১৪ অস্ট্রেলিয়া সফরে। ওই সফরে, এরপর শ্রীলঙ্কায় এবং এবার ওয়েস্ট ইন্ডিজÑ অধিনায়ক হওয়ার পর দেশের বাইরে তিন সিরিজেই পাঁচ সেঞ্চুরি করে ফেলেলেন কোহলি। ভারতের হয়ে এতদিন যে নজির ছিল কেবল মোহাম্মদ আজহারউদ্দীনের। তবে আজহারের লেগেছিল ৪১ ইনিংস, কোহলির ১২! কোহলির তো মাত্র শুরু, পূর্বসূরিকে ছাড়িয়ে যাওয়া সময়ের বিষয়। সর্বোপরি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দুর্দান্ত এ সেঞ্চুরি উপহার দিলেন তিনি। আগের দুজন হলেন কপিল দেব (১০০*, পোর্ট অব স্পেন, ১৯৮২-১৯৮৩) ও রাহুল দ্রাবিড় (১৪৬, পোর্ট অব স্পেন, ২০০৬)। কাল (শুক্রবার দ্বিতীয় দিনে) কোহলি হয়ত এই দুই গ্রেটকেও ছাড়িয়ে গেছেন। সব টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ধরলে, উইন্ডিজে ‘অধিনায়ক’ কোহলির এটি অষ্টম সেঞ্চুরি। যে তালিকায় সর্বশেষ নাম রিকি পন্টিং (১৫৮, ২০০৮)। এর মধ্য দিয়ে নেতৃত্বের ১৮ ইনিংসে ১০০০ রান ঝুলিতে পুড়লেন কোহলি। এর চেয়ে কম ইনিংসে এমন মাইলফলক আছে আর একজনেরই, তিনি গ্রেট সুনীল গাভাস্কার (১৪ ইনিংসে)। একই সঙ্গে ৪২তম টেস্টে ক্যারিয়ারে ৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন কোহলি। ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের মোট রান এখন ৩,১৩৭। গড় ৪৬.১৩, সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি সমান ১২টি করে। প্রশ্ন উঠতে পারে এই কোহলি কি মানুষ না অন্য কিছু? এতটা ভাল, এতটা ধারাবাহিক ব্যাটিং তিনি করছেন কিভাবে? টেস্ট, ওয়ানডে, টি২০, কি ঘরোয়াÑ প্রতি ভার্সনে উড়ছেন দিল্লীতে জন্ম নেয়া বিরল প্রজাতির এই ব্যাটসম্যান। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে অতিপ্রকৃত ব্যাটিং করেছেন। ৮১.০৮ গড়ে টুর্নামেন্টের রেকর্ড সর্বোচ্চ ৯৭৩ রান। সেঞ্চুরি ৪ ও হাফসেঞ্চুর ৭! ১৭১ ওয়ানডেতে তার সেঞ্চুরি ২৫! কোহলিকে নিয়ে লেখা প্রতি ব্যাক্যে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা যায়। ক’দিন আগে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, ম্যাচজয়ী কার্যকর ইনিংস খেলার বিচারে কোহলি শচীনের চেয়ে এগিয়ে। চাপের মুখে সেরাটা দেয়ার ক্ষেত্রেও তাই। এভাবে চলতে থাকলে হয়ত একদিন ‘আইডল’ শচীনকেও ছাড়িয়ে যাবেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টারবয়’। সংক্ষিপ্ত স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩০২/৪ (৯০ ওভার; কোহলি ১৪৩*, ধাওয়ান ৮৪, রাহানে ২২, পুজারা ১৬, বিজয় ৭, অশ্বিন ২২*; বিশু ৩/১০৮, গ্যাব্রিয়েল ১/৪৩) প্রথম দিন শেষে
×