ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুখ ফিরিয়ে নিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান, রুশ সুন্দরীর বিষয়ে মুখ খুললেন সেরেনা, জার্মান কিংবদন্তিকে স্টেফি গ্রাফ

মাশার ক্যারিয়ারে অশনি সঙ্কেত

প্রকাশিত: ০৬:০০, ১০ মার্চ ২০১৬

মাশার ক্যারিয়ারে অশনি সঙ্কেত

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রীড়াজগতের আলোকিত এক নাম মারিয়া শারাপোভা। টেনিস কোর্টে অসাধারণ পারফর্মেন্সের সঙ্গে রূপ-সৌন্দর্য গুণেও ভক্ত-অনুরাগীদের মাত করেছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসøাম ছাড়াও অসংখ্য শিরোপা জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু হঠাৎ করেই বিস্ময় জাগানিয়া এক তথ্য দিয়ে সমর্থকদের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছেন মাশা। সোমবার নিজের মুখেই স্বীকার করেছেন, ড্রাগ টেস্টে পজিটিভ তিনি! এরপর থেকেই তিল তিল করে নিজের গড়া সাম্রাজ্য হারালেন শারাপোভা। সাময়িক থেকে এখন দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। সেই সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠানগুলোও তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ ঘটাচ্ছে। সোমবার ডোপ ডেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করার পরই মারিয়া শারাপোভার সঙ্গে সম্পর্ক ছেদ করছে তার স্পন্সর প্রতিষ্ঠানগুলো। রাশিয়ান টেনিস এই কুইনের সঙ্গে ইতোমধ্যেই তার বড় স্পন্সর নাইকি সম্পর্ক স্থগিত করেছে। এছাড়া ট্যাগ হেউর, পোরশের মতো বড় প্রতিষ্ঠানগুলো শারাপোভার সঙ্গে তাদের স্পন্সর চুক্তি বাতিল করেছে। দুই দিন আগে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকেই বড় ধরনের ঘোষণার কথা জানান তিনি। তবে ধারণা করা হয়েছিল টেনিস থেকে অবসর নিতে পারেন বর্তমানে চোট-শঙ্কায় ভোগতে থাকা এই রুশ সুন্দরী। কিন্তু সবাইকে হতবাক করে শারাপোভা সংবাদ সম্মেলন করে জানান, শারীরিক অসুস্থতার কারণে জন্য গত দশ বছর ধরেই মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন তিনি। কিন্তু এ বছরের শুরুতে সেই ড্রাগ নিষিদ্ধ করা হয়। যা সম্পর্কে জানতেন না সাবেক উইম্বল্ডন চ্যাম্পিয়ন। ফলে পাঁচবারের গ্র্যান্ডসø্যাম জয়ীকে সাময়িকভাবে টেনিসের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। আগামী ১২ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। গত মৌসুমে নারীদের মধ্যে সর্বোচ্চ আয় করা এ্যাথলেট ছিলেন শারাপোভা। বছরে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন তিনি। যেসব আয়ের বেশির ভাগই আসত স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তার সবচেয়ে বড় স্পন্সর হলো নাইকি। বর্তমানে মাশার সঙ্গে তাদের চুক্তি স্থগিত করেছে। এ বিষয়ে নাইকি এক বিবৃতিতে জানায়, ‘শারাপোভার এমন খবরে আমরা খুবই বিস্মিত। এ বিষয়ে তদন্ত চলায় আপাতত তার সঙ্গে আমাদের চুক্তি স্থগিত করেছি। আমরা এ বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছি।’ শারাপোভার এই খবরের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস, ‘মারিয়ার এই খবরে অন্য সবার মতো আমিও বিস্মিত। তবে এ বিষয়ে মুখ খুলে সে তার সাহসিকতার প্রমাণ দিয়েছে।’ আর স্পন্সর প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কোন ধরনের কথা বলেননি টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা, ‘স্পন্সর প্রতিষ্ঠান নাইকির বিষয়ে কোন ধরনের মন্তব্য করতে চায় না আমি। কারণ, তারা সফল এবং বিলিয়ন ডলারের কোম্পানি তাই তারা নিজেদের সিদ্ধান্ত এমনকি সবচেয়ে ভাল সিদ্ধান্তটাই নেবে।’ নাইকি চুক্তি স্থগিত করলেও সুইস ঘড়ি প্রস্তুতকারী কোম্পানি ট্যাগ হেউর তাদের পূর্বের চুক্তি বাতিল করেছে। সোমবার সংবাদ সম্মেলন করে ডোপপাপের কথা স্বীকার করলেও তা পরিষ্কার হয়ে যায় গত জানুয়ারিতেই। এ বিষয়ে রাশিয়ান তারকা শারাপোভা জানান, ‘অস্ট্রেলিয়ান ওপেনের ড্রাগ টেস্টে আমি ব্যর্থ হয়েছি। আমি নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম নিয়েছিলাম। আমি এর পুরো দায় নিচ্ছি। তবে অজান্তেই এই ভুল আমি করে ফেলেছি। বিশাল বড় ভুল করে ফেলেছি। আমার ভক্তদের হৃদয় ভেঙ্গেছি আমি। টেনিস খেলাটাকেই কলঙ্কিত করেছি।’ গত ২৬ জানুয়ারি ড্রাগ টেস্ট হয় শারাপোভার। সেই দিনই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হার মানেন ২৮ বছর বয়সী শারাপোভা। কিন্তু শারাপোভার সঙ্গে জিতলেও ফাইনালে এ্যাঞ্জেলিক কারবারের কাছে হার মানেন সেরেনাও। যে কারণে স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক স্পর্শ করতে পারেননি তিনি। তবে সেই রেকর্ড যে দ্রুতই গড়বেন সেরেনা তা নিজের মুখে বলছেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ।
×