ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিটিভিতে বিশেষ ‘ইত্যাদি’

প্রকাশিত: ১১:৫৭, ৪ জুন ২০১৯

 বিটিভিতে বিশেষ ‘ইত্যাদি’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে বিটিভিতে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রচার হবে ঈদের পরদিন রাত ১০-২০ মিনিটে। এবারও ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এবারও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ এই গানটি দিয়ে। নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করবেন সুখ্যাত নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে রয়েছে নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্য শিল্পী। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী এ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মন্ডল। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সঙ্গীতায়োজন সুমন কল্যাণ। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। রয়েছে ছন্দে-সুরে একটি ব্যতিক্রমী আড্ডা। তারকাদের মুখে মুখে ছড়া আর ছন্দ নিয়ে ব্যতিক্রমী আড্ডায় অংশ নিয়েছে শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা। এর সঙ্গীতায়োজন করেছেন নাভিদ পারভেজ। বিষয়ভিত্তিক গান আর নৃত্যগীত পর্বে রয়েছেন চিত্র তারকা ফেরদৌস, পূর্ণিমা ও এই প্রজন্মের সিয়াম এবং পূজা। গানটিতে সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। নৃত্য পরিচালনায় মামুন। ‘ইত্যাদি’র মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তারকা-ঈমন, নিরব, সাঈদ বাবু, নিপুন, সারিকা এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ ও নাভিদ পারভেজ। দলীয় সঙ্গীতে এবার এই পর্বে অভিনয় তারকা মীর সাব্বির, আনিসুর রহমান মিলন ও নাদিয়ার সঙ্গে রয়েছে ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। এবারের বিদেশী পর্বে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় অর্ধ শতাধিক বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন। নাচ-গান ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তুখোড় অভিনয় সমৃদ্ধ এবারের পর্বের বিষয় কী? ঈদের পরদিন ইত্যাদির প্রচারের সময়ই জানতে পারবেন। দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা অপূর্ব ও মিথিলা। ভাগ্নের গোমর ফাঁস করে দিয়েছেন মামা কিন্তু কিভাবে? আর নাতি এবার নানির ওপর বেশ উত্তেজিত কিন্তু কি কারণে? এসবই জানা যাবে ‘ইত্যাদি’ প্রচার হলে। এছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রুপাত্বক রসালো নাট্যাংশ রয়েছে এবারের পর্বে। ইত্যাদির শিল্প নির্দেশনা করেছেন যথারীতি মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
×