ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে হামলায় বিএনপির কর্মিসভা পণ্ড

প্রকাশিত: ০০:১৮, ২২ মে ২০২২

রূপগঞ্জে হামলায় বিএনপির কর্মিসভা পণ্ড

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন বিএনপির কর্মিসভায় ছাত্রলীগ ও যুবলীগের হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন অভিযোগ করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে ভুলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় বিএনপির কর্মিসভার আয়োজন করা হয়। এ কর্মিসভার জন্য এখানে স্টেজ, প্যান্ডেল ও চেয়ার-টেবিল এনে সাজানো হয়। শনিবার দুপুরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কর্মিসভার প্যান্ডেল ও চেয়ার-টেবিল ভাংচুর করে বিএনপির কর্মিসভা প- করে দেয়। এদিকে, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, এখানে বিএনপি দুইভাগে বিভক্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের মাঝে কথাকাটাকাটি, মারপিট ও তর্কবিতর্ক হয়েছে বলে শুনেছি। প্রক্সি দিতে এসে স্বাস্থ্য সহকারীসহ আটক ৩ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রাথসহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীর বদলে প্রক্সি দেয়ার আগেই প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮’এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের ৩৬টি অনলাইনের আবেদন কপি, বিভিন্ন ব্যাংকের ৩৬টি চেকবই, সাতটি মুড়ি, জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, বিভিন্ন ব্যক্তির নামীয় সিলমোহর, নগদ টাকা ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়নিশ্চিত করেছেন র‌্যাব-৮’র বরিশালের কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আটককৃতরা হলো, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী এলাকার বাসিন্দা মাহাবুব আলম তু(৪২), একই উপজেলার বড় পারা এলাকার রিয়াজ হোসেন (২৯) ও বরগুনা সদর থানার কদমতলার উত্তর ইটবাড়িয়া এলাকার আল-আমিন (২৯)।
×